30-10-2021, 11:12 PM
রায় : " রিহান , অর্ডার এর ফাইল নিয়েছ তো ? দেখো এবার যেন অর্ডার ডাবল হয়, সামনেই তোমার প্রমোশন, আমি অনেক আশায় রইলাম" । গালাক্সী টা অবহেলায় ছুড়ে দিলাম গাড়ির কাপ হোল্ডার এর দিকে, গিয়ার্ দিয়ে গাড়ি একটু এগিয়ে নিতেই ইস্তিয়াক বলল " চলুন রিহান দা , একটু চা খাই !"
তাহেরপুর এর এই চা দোকান -এ রশিদ ভাইয়ের চা এখানকার দারুন এক উপলব্ধ । অনেক বন্ধুদের আমি কলকাতা থেকে নিয়ে এসে চা খাইয়েছি। রশিদ দা আমাকে দেখলেই খুসি হয়, ওনার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে , দু একবার মাছ ধরতেও গিয়েছিলাম এক সাথে গ্রামের পুকুরে । ওনার বাড়ি গিয়েছি , ফি বছর ছেলের জন্য বই , জামা কিনে দি , নেহাতই ভালোবাসায়। আমাকে দেখে দোকান থেকে বেরিয়ে আসলো রসিদ ভাই। আজ ১০ বছর ধরে এই মানুষটা আমায় ভালবাসে চা খাওয়ায় , কিন্তু পয়সা নেয় না কোনো দিন। খারাপ লাগলেও না এসে পারি না।
ইস্তিয়াক যেন আমার সঙ্গী হয়ে গেছে। কলকাতার কাজ সেরে ফিরে আসব দু দিনেই। রশিদ দা বাড়ির লাউ , মোচা , কুমড়ো , জ্যান্ত মাছ এসব আমায় দিয়ে তৃপ্তি পায়। বিদিশা জানে শুক্রবার আমি বাড়ি ফিরি , ছেলেটা ভিশন আমায় টানে। না চাইলেও পারি না ফেলে রাখতে , শুধু অফিসের কাজে পেটের টানে , দুরে দুরে থাকতে হয়।
আজ সন্ধ্যে থেকেই আকাশটা যেন একটু বেশি কেঁদে চলছে গুমরে গুমরে , যে ভাবে মনের আগল ভেঙ্গে না পাওয়া হতাশায় আমরা মুখ লুকিয়ে থাকি সেই ভাবে। ইস্তিয়াক দমদম এ নেমে যায় প্রতিবারের মত , ওহ একটা ফ্ল্যাট নিয়েছে এয়ারপোর্ট পার্ক এর কাছে।
অফিসের কাজ সেরে বাড়ি ফিরলাম। মন টা কেমন যেন আনচান করছে কেমন গুমরে মরা আবহাওয়ায় । কিছু অঘটন নিশ্চয়ই ঘটবে। এমনটা প্রায়ই অনুভব করি মর্মে মর্মে। আর আমার সাথেই এমন হয়। বিদিশার সুন্দর শরীরটাকে আমি নষ্ট করি নি , আমার একমাত্র ভালোবাসি তরী । ওকে নিয়েই সংসার আমার , আর প্রবুদ্ধ কে ছাড়া কিছু ভাবতেও ইচ্ছা করে না! প্রবুদ্ধ আমার ছেলে । দু তিনটে দিন যেন হাওয়ায় মিলিয়ে যায় এ ভাবে বাড়িতে বসে । ঘরের রেশ কাটিয়ে আবার বেরিয়ে পরি অনভিসিক্ত অভিসন্ধি নিয়ে , এক কাজ থেকে অফিসের অন্য কাজে , একই জোওয়ার আর একই ভাটায় জীবনের তরী বেয়ে ।
কিন্তু নয়নার ভূত মাথা থেকে যায় না , আজ 6 বছর ওদের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি। সে রাতের দগদগে অপমানের বদলা নিতে না পেরে আমার পুরুষ হৃদয় আমাকে কুরে কুরে খায়! অফিসার সময় টুকু অসহ্য মনে হয় চোখের সামনে উদ্ধত হয়ে হেটে বেড়ানো নয়না কে । নয়না কে বসতে, হাটতে , কথা বলতে যেন দেখতেই পারি না দু চোখে । যাকে নিজে হাতে গড়ে তুলেছি নয়না বলে , তার আমার প্রতি এত অবজ্ঞা আমাকে যেন তারই আগুনের দিকে টানে। শুধুই কি প্রতিহিংসা ?
সেদিন রাত কত তা খেয়াল নেই !কাজল পিসির ভীষণ নিউমোনিয়া , বুক -এ জমে আছে সর্দি, টান শুরু হয়ে গেছে নিঃশ্বাসে , মেমরি তে ভালো ডাক্তার ছিল না তখন , বর্ধমান থেকে নিজেই ডেকে এনেছিলাম ডাক্তার কে । রাত তখন ৮ টা হবে। নয়না ছিল না বাড়িতে পড়তে গিয়েছিলো । ডাক্তার বলল এ রুগী কে বাচাতে হলে ঠান্ডা লাগানো আর চলবে না একদম। নাহলে এ রুগীকে বাচানো সম্ভব নয়। শুধু সেঁক করুন বুকে গরম গরম । সে রাতে আমার যৌবন লিপ্সা বলে কোনো দিন কিছু ছিলই । কাকে পাব হাতের কাছে এ অবস্থায় । সেই ভেবে নিজেই বদলে দিয়েছিলাম কাঁথা কাপড় কাজল পিসির । জ্বরে গা পুরে যাচ্ছিল , মাথা ধুইয়ে দিয়েছিলাম থেকে থেকে । আর নয়না ভেবেছিল আলো আধারিতে আমি তার মায়ের সাথে যৌন ব্যভিচারে মেতে আছি । এমনকি তার বিশ্বাস আমি তার যৌবন নিয়ে ছিনিমিনি খেলতে আসি তার বাড়িতে ।
আশে পাশের মানুষ জন কে ডেকে আমাকে যে ভাবে অপমান করেছিল তার চেয়ে মৃত্যু শ্রেয় ছিল । পাড়ার ছিচকে ছেলে গুলো চড় থাপ্পড় মেরেছিলো আমায় । কিন্তু আমাকে তো বাচতে হবে , আমি তো অসৎ ছিলাম না । আমার কোনো ব্যাখ্যা তেই মন ভরেনি নয়নার । কাজল পিসি পরে সুস্থ হলেও আমাকে বাড়িতে ডেকে জিজ্ঞাসা পর্জন তো করেন নি সেদিন কি হয়েছিল । অথচ আমার করুনায় ওদের জীবন দান হয়েছিল একসময় । না হলে কাজল পিসি আর নয়না কে বেশ্যার জীবনই হয়ত কাটাতে হত।
তাহেরপুর এর এই চা দোকান -এ রশিদ ভাইয়ের চা এখানকার দারুন এক উপলব্ধ । অনেক বন্ধুদের আমি কলকাতা থেকে নিয়ে এসে চা খাইয়েছি। রশিদ দা আমাকে দেখলেই খুসি হয়, ওনার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে , দু একবার মাছ ধরতেও গিয়েছিলাম এক সাথে গ্রামের পুকুরে । ওনার বাড়ি গিয়েছি , ফি বছর ছেলের জন্য বই , জামা কিনে দি , নেহাতই ভালোবাসায়। আমাকে দেখে দোকান থেকে বেরিয়ে আসলো রসিদ ভাই। আজ ১০ বছর ধরে এই মানুষটা আমায় ভালবাসে চা খাওয়ায় , কিন্তু পয়সা নেয় না কোনো দিন। খারাপ লাগলেও না এসে পারি না।
ইস্তিয়াক যেন আমার সঙ্গী হয়ে গেছে। কলকাতার কাজ সেরে ফিরে আসব দু দিনেই। রশিদ দা বাড়ির লাউ , মোচা , কুমড়ো , জ্যান্ত মাছ এসব আমায় দিয়ে তৃপ্তি পায়। বিদিশা জানে শুক্রবার আমি বাড়ি ফিরি , ছেলেটা ভিশন আমায় টানে। না চাইলেও পারি না ফেলে রাখতে , শুধু অফিসের কাজে পেটের টানে , দুরে দুরে থাকতে হয়।
আজ সন্ধ্যে থেকেই আকাশটা যেন একটু বেশি কেঁদে চলছে গুমরে গুমরে , যে ভাবে মনের আগল ভেঙ্গে না পাওয়া হতাশায় আমরা মুখ লুকিয়ে থাকি সেই ভাবে। ইস্তিয়াক দমদম এ নেমে যায় প্রতিবারের মত , ওহ একটা ফ্ল্যাট নিয়েছে এয়ারপোর্ট পার্ক এর কাছে।
অফিসের কাজ সেরে বাড়ি ফিরলাম। মন টা কেমন যেন আনচান করছে কেমন গুমরে মরা আবহাওয়ায় । কিছু অঘটন নিশ্চয়ই ঘটবে। এমনটা প্রায়ই অনুভব করি মর্মে মর্মে। আর আমার সাথেই এমন হয়। বিদিশার সুন্দর শরীরটাকে আমি নষ্ট করি নি , আমার একমাত্র ভালোবাসি তরী । ওকে নিয়েই সংসার আমার , আর প্রবুদ্ধ কে ছাড়া কিছু ভাবতেও ইচ্ছা করে না! প্রবুদ্ধ আমার ছেলে । দু তিনটে দিন যেন হাওয়ায় মিলিয়ে যায় এ ভাবে বাড়িতে বসে । ঘরের রেশ কাটিয়ে আবার বেরিয়ে পরি অনভিসিক্ত অভিসন্ধি নিয়ে , এক কাজ থেকে অফিসের অন্য কাজে , একই জোওয়ার আর একই ভাটায় জীবনের তরী বেয়ে ।
কিন্তু নয়নার ভূত মাথা থেকে যায় না , আজ 6 বছর ওদের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি। সে রাতের দগদগে অপমানের বদলা নিতে না পেরে আমার পুরুষ হৃদয় আমাকে কুরে কুরে খায়! অফিসার সময় টুকু অসহ্য মনে হয় চোখের সামনে উদ্ধত হয়ে হেটে বেড়ানো নয়না কে । নয়না কে বসতে, হাটতে , কথা বলতে যেন দেখতেই পারি না দু চোখে । যাকে নিজে হাতে গড়ে তুলেছি নয়না বলে , তার আমার প্রতি এত অবজ্ঞা আমাকে যেন তারই আগুনের দিকে টানে। শুধুই কি প্রতিহিংসা ?
সেদিন রাত কত তা খেয়াল নেই !কাজল পিসির ভীষণ নিউমোনিয়া , বুক -এ জমে আছে সর্দি, টান শুরু হয়ে গেছে নিঃশ্বাসে , মেমরি তে ভালো ডাক্তার ছিল না তখন , বর্ধমান থেকে নিজেই ডেকে এনেছিলাম ডাক্তার কে । রাত তখন ৮ টা হবে। নয়না ছিল না বাড়িতে পড়তে গিয়েছিলো । ডাক্তার বলল এ রুগী কে বাচাতে হলে ঠান্ডা লাগানো আর চলবে না একদম। নাহলে এ রুগীকে বাচানো সম্ভব নয়। শুধু সেঁক করুন বুকে গরম গরম । সে রাতে আমার যৌবন লিপ্সা বলে কোনো দিন কিছু ছিলই । কাকে পাব হাতের কাছে এ অবস্থায় । সেই ভেবে নিজেই বদলে দিয়েছিলাম কাঁথা কাপড় কাজল পিসির । জ্বরে গা পুরে যাচ্ছিল , মাথা ধুইয়ে দিয়েছিলাম থেকে থেকে । আর নয়না ভেবেছিল আলো আধারিতে আমি তার মায়ের সাথে যৌন ব্যভিচারে মেতে আছি । এমনকি তার বিশ্বাস আমি তার যৌবন নিয়ে ছিনিমিনি খেলতে আসি তার বাড়িতে ।
আশে পাশের মানুষ জন কে ডেকে আমাকে যে ভাবে অপমান করেছিল তার চেয়ে মৃত্যু শ্রেয় ছিল । পাড়ার ছিচকে ছেলে গুলো চড় থাপ্পড় মেরেছিলো আমায় । কিন্তু আমাকে তো বাচতে হবে , আমি তো অসৎ ছিলাম না । আমার কোনো ব্যাখ্যা তেই মন ভরেনি নয়নার । কাজল পিসি পরে সুস্থ হলেও আমাকে বাড়িতে ডেকে জিজ্ঞাসা পর্জন তো করেন নি সেদিন কি হয়েছিল । অথচ আমার করুনায় ওদের জীবন দান হয়েছিল একসময় । না হলে কাজল পিসি আর নয়না কে বেশ্যার জীবনই হয়ত কাটাতে হত।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)