30-10-2021, 10:10 PM
(30-10-2021, 09:47 PM)Bumba_1 Wrote:
এইরকম একটা সম্ভ্রান্ত পরিবারের বুদ্ধিমতী গৃহবধূকে বশে আনতে গেলে পুরোটাই mind game খেলতে হবে। আর রাজাবাবু সেটা শুরু করে দিয়েছে already .. কখনো নরম ভাবে, কখনো বুদ্ধি খরচ করে, আবার কখনো বল প্রয়োগ করে .. দেখা যাক আগে কি লেখা আছে নন্দিনীর কপালে।
হবে খেলা জোরদার
হয়ে যাও খবরদার
নইলে কিন্তু জালে ফাঁসলে
বেরোতেই পারবেনা আর!!
জানি এই জালেতে সে হবে বন্দি
রাজাবাবু সেরমই আটছে ফন্দি
নতুন ভাবে জানবে বউমা
শয়তান ছাড়া এ আর কেউ না!!