30-10-2021, 09:47 PM
(30-10-2021, 09:40 PM)Baban Wrote: উফফফফ... Back with a bang!! কি দিলে ❤
রাজাবাবুও যা সব খেলা শুরু করেছে.... মানের কথার খেলা..... কথা বলেই দুম দাম গোল দিচ্ছে একের পর এক..... শেষের চালটা উফফ নাজুক নাজুক. একে এই ভয়ানক পরিস্থিতি, তারওপর ক্ষুদার্থ শয়তান, সামনেই খাদ্য..... মোটেও মিক্সড ফ্রাইড রাইস আর চিলিচিকেন এর কথা বলছিনা........ জীবন্ত অপরূপা খাদ্যের কথা বলছি......এবার তো হবে খেলা শুরু... রাত যে বাকি...বাত ভি বাকি
এইরকম একটা সম্ভ্রান্ত পরিবারের বুদ্ধিমতী গৃহবধূকে বশে আনতে গেলে পুরোটাই mind game খেলতে হবে। আর রাজাবাবু সেটা শুরু করে দিয়েছে already .. কখনো নরম ভাবে, কখনো বুদ্ধি খরচ করে, আবার কখনো বল প্রয়োগ করে .. দেখা যাক আগে কি লেখা আছে নন্দিনীর কপালে।