28-10-2021, 04:36 PM
বিড়াল ডাকে মিয়াঁও মিয়াঁও
কুকুর ডাকে ঘেউ,
কেন ওদের ডাকাডাকি
জানে না তো কেউ।
সন্তু বলে, তোমরা দুজন
ডাকছ কেন ভাই,
পেটে বুঝি ভীষণ খিদে
ঘরে খাবার নাই?
বিড়াল বলে, দুধ খেয়েছি
লেগে আছে মুখে,
কুকুর বলে, বিস্কুট খেয়েছি
ডাকছি মনের সুখে।