27-10-2021, 02:20 PM
” নিজের চরিত্র খারাপ করেছ এখন মেয়েদের ও ব্যবসায় নামাচ্ছ ? ” নরেনের চাপা গলার আওয়াজ স্পষ্ট সুনতে পায় তরুণ ! এগিয়ে পাসের দরজায় কান পাতে ৷
“নিজে কত যেন কামিয়ে খাওয়াচ্ছ আমাদের ? আজ সকালে শিলা ৫০০ টাকা কামিয়ে আনলো বলে ? নাহলে কি খেতে সুনি ! আমি বাজারে নেমে নেমে তো এত দিন পার করলাম, ঠাকুরপো ভগবান , কাড়ি কাড়ি টাকা যে তার কাছ থেকে ধার করেছ শোধ দেবার কথা ভেবেছ? ” মালার চাপা আওয়াজ সুনতে পারে তরুণ ৷
তাবলে দীপা কেও ধান্দায় নামাবে ? ওকে তো বিয়ে দিতে হবে , শিলার নাহয় পন্চুর সাথে বিয়ে দেবে কিন্তু দীপা বাজারে বদনাম হলে বিয়ে হবে ভাবছ ? এমনি সবাই জেনে গেছে তুমি রোজ ভাড়া খাটছ? আর কোন মুখে তরুনের কাছ থেকে ধার চাইব ?” নরেনের কথা সুনে মন তা বিস্বাদে ভরে যায় ৷ তার নরেনের কাছে আসা উচিত হয় নি ৷ তরুনের নরেনের স্বছল হবার ধারণা বদলে যায় ৷
” ঠাকুরপো যদি চায় চাক না, ধুমসী মাগির কাছে কেন গেছিলে মরতে, ওই ঢেমনি মাগীর কাছে ভালো মাগী আছে ? জানো না ?”
৪০০০ টাকা অনেক টাকা চোখ খুলে দেখো, শিলা কাজ করে ৫০০ টাকা পায় , শিলা কি দেখতে খারাপ ? তাহলে দীপার জন্য ২০০০ টাকা তো চাইতেই পারবে পারবে না ?”
মালার কথায় নরেন খানিক চুপ করে থেকে জবাব দেয় ” না না এ আমি পারব না , তরুণ কে এই কথা বলতে পারব না !”
মালা আবার ফিস ফিস করে ওঠে ” তুমি না পারলে আমি যাচ্ছি , তুমি চুড়ি পরে ঘরে বসে মদ গেলো !”
তরুণ দ্রুত নিজের জায়গায় ফিরে এসে হাঁফাতে থাকে ৷ ঘৃণায় একবার ভাবে নরেনের বাড়ি থেকে বেরিয়ে যাবে !আবার ভাবে বেরিয়ে গেলে তাদের মনে সন্দেহ জাগবে ৷ সম্পর্ক তো চিরতরে মুছে যাবে কিন্তু তার মনের দয়া তাকে বসিয়ে দেয় তার জায়গায় !
পন্চুর কথা ভেবে তরুনের কষ্ট হয় মনে ৷ শিলার মত একটা মিষ্টি মেয়ে বাজারে দেহ ব্যবসা করে ভাবতেই যেন কষ্ট হয় তরুনের ৷কোনো ভাবে আজগের রাত কাটিয়ে এই নরক থেকে পালিয়ে যেতে চায় সে ৷ তার দীর্ঘ জীবনের অনেক অভিজ্ঞতার মধ্যেও এই অভিজ্ঞতা তাকে স্তব্ধ করে দেয় ৷ দরজা খুলে মালা বেরিয়ে আসে মুখে মেকি হাঁসি নিয়ে ৷ তরুনের বুঝতে একটুও অসুবিধা হয় না মালা একেবারে বাজারী মাগী হয়ে গেছে ৷ এক হাথে গ্লাস আর অন্য হাথে মদের বল্তল নিয়ে গ্লাস ভরে বলে ” ঠাকুরপো এত নিজের বাড়ি তুমি বিছানায় ভালো করে বস দেখি এই নাও ” বলে মদের গ্লাস বাড়িয়ে দেয় ৷ তরুণ সব ঘেন্না প্রবৃত্তি সরিয়ে ভাবে সকালের কথা , শরীরে রক্ত আবার টগ বগ করে ফুটে ওঠে ৷ সবই দেওয়া নেওয়ার খেলা ৷ তৃষ্ণার্তের মতো গ্লাসের মদ ঢোক ঢোক করে খেয়ে মৃদু হাঁসে ৷ মালা তরুনের গা ঘেসে বসে বলে ” ঠাকুরপো কিছু যদি মনে না কর একটা কথা বলব ?”
তরুণ বাবু জানেন মালা তাকে কি বলতে চায় ৷ তবুও কিছুই জানেন না এমন ভান করে জিজ্ঞাসা করেন ” হ্যান মালা বল কি বলবে?”
” তুমি তো আমাদের ঘরের লোক তোমার কাছে লজ্জা করে তো লাভ নেই , পূর্নিমার দেওয়া মেয়ের চেয়ে আমাদের দীপা অনেক সুন্দরী আর ওর শরীরে তোমার মতো জওয়ান কে নেওয়ার ধক আছে , বাইরে টাকা দেবে কেন , আমাদের খুব টান চলছে , এজগতে তোমার মতো ভগবান কে সেবা করতে পারলে যদি পাপ ক্ষয় হয় ৷ আজ ৩ বছর হলো ওর কাঠের ব্যবসা বন্ধ , আমি নিদারুন অর্থের টানা পড়েনে ব্যবসায় নেমেছি , তুমি আমাদের উদ্ধার করে দাও?” বলে হাথ জোর করে বসে যায় তরুণ বাবুর সামনে ৷ লালসা না জাগলেও মন চায় কাছের সব টাকা দিয়ে দীপা কে সঙ্গে নিয়ে নিজের কাছে রাখতে ৷ তাকেই বিয়ে দেবে মেয়ের মতন মানুষ করবে একটা প্রাণ তো বাচবে ৷ কিন্তু লোভ জাগে দুনিয়ার রঙ্গ রোমাঞ্চে ! এত দেওয়া নেওয়ার খেলা ৷ তার আর কি বা আছে জীবনে ৷ কি হবে বিবেক আর মূল্যবোধ রেখে ৷ কত হাজার মেয়েই তো প্রতিদিন কারোর না কারোর সজ্জা সায়িনি হয় ৷
“নিজে কত যেন কামিয়ে খাওয়াচ্ছ আমাদের ? আজ সকালে শিলা ৫০০ টাকা কামিয়ে আনলো বলে ? নাহলে কি খেতে সুনি ! আমি বাজারে নেমে নেমে তো এত দিন পার করলাম, ঠাকুরপো ভগবান , কাড়ি কাড়ি টাকা যে তার কাছ থেকে ধার করেছ শোধ দেবার কথা ভেবেছ? ” মালার চাপা আওয়াজ সুনতে পারে তরুণ ৷
তাবলে দীপা কেও ধান্দায় নামাবে ? ওকে তো বিয়ে দিতে হবে , শিলার নাহয় পন্চুর সাথে বিয়ে দেবে কিন্তু দীপা বাজারে বদনাম হলে বিয়ে হবে ভাবছ ? এমনি সবাই জেনে গেছে তুমি রোজ ভাড়া খাটছ? আর কোন মুখে তরুনের কাছ থেকে ধার চাইব ?” নরেনের কথা সুনে মন তা বিস্বাদে ভরে যায় ৷ তার নরেনের কাছে আসা উচিত হয় নি ৷ তরুনের নরেনের স্বছল হবার ধারণা বদলে যায় ৷
” ঠাকুরপো যদি চায় চাক না, ধুমসী মাগির কাছে কেন গেছিলে মরতে, ওই ঢেমনি মাগীর কাছে ভালো মাগী আছে ? জানো না ?”
৪০০০ টাকা অনেক টাকা চোখ খুলে দেখো, শিলা কাজ করে ৫০০ টাকা পায় , শিলা কি দেখতে খারাপ ? তাহলে দীপার জন্য ২০০০ টাকা তো চাইতেই পারবে পারবে না ?”
মালার কথায় নরেন খানিক চুপ করে থেকে জবাব দেয় ” না না এ আমি পারব না , তরুণ কে এই কথা বলতে পারব না !”
মালা আবার ফিস ফিস করে ওঠে ” তুমি না পারলে আমি যাচ্ছি , তুমি চুড়ি পরে ঘরে বসে মদ গেলো !”
তরুণ দ্রুত নিজের জায়গায় ফিরে এসে হাঁফাতে থাকে ৷ ঘৃণায় একবার ভাবে নরেনের বাড়ি থেকে বেরিয়ে যাবে !আবার ভাবে বেরিয়ে গেলে তাদের মনে সন্দেহ জাগবে ৷ সম্পর্ক তো চিরতরে মুছে যাবে কিন্তু তার মনের দয়া তাকে বসিয়ে দেয় তার জায়গায় !
পন্চুর কথা ভেবে তরুনের কষ্ট হয় মনে ৷ শিলার মত একটা মিষ্টি মেয়ে বাজারে দেহ ব্যবসা করে ভাবতেই যেন কষ্ট হয় তরুনের ৷কোনো ভাবে আজগের রাত কাটিয়ে এই নরক থেকে পালিয়ে যেতে চায় সে ৷ তার দীর্ঘ জীবনের অনেক অভিজ্ঞতার মধ্যেও এই অভিজ্ঞতা তাকে স্তব্ধ করে দেয় ৷ দরজা খুলে মালা বেরিয়ে আসে মুখে মেকি হাঁসি নিয়ে ৷ তরুনের বুঝতে একটুও অসুবিধা হয় না মালা একেবারে বাজারী মাগী হয়ে গেছে ৷ এক হাথে গ্লাস আর অন্য হাথে মদের বল্তল নিয়ে গ্লাস ভরে বলে ” ঠাকুরপো এত নিজের বাড়ি তুমি বিছানায় ভালো করে বস দেখি এই নাও ” বলে মদের গ্লাস বাড়িয়ে দেয় ৷ তরুণ সব ঘেন্না প্রবৃত্তি সরিয়ে ভাবে সকালের কথা , শরীরে রক্ত আবার টগ বগ করে ফুটে ওঠে ৷ সবই দেওয়া নেওয়ার খেলা ৷ তৃষ্ণার্তের মতো গ্লাসের মদ ঢোক ঢোক করে খেয়ে মৃদু হাঁসে ৷ মালা তরুনের গা ঘেসে বসে বলে ” ঠাকুরপো কিছু যদি মনে না কর একটা কথা বলব ?”
তরুণ বাবু জানেন মালা তাকে কি বলতে চায় ৷ তবুও কিছুই জানেন না এমন ভান করে জিজ্ঞাসা করেন ” হ্যান মালা বল কি বলবে?”
” তুমি তো আমাদের ঘরের লোক তোমার কাছে লজ্জা করে তো লাভ নেই , পূর্নিমার দেওয়া মেয়ের চেয়ে আমাদের দীপা অনেক সুন্দরী আর ওর শরীরে তোমার মতো জওয়ান কে নেওয়ার ধক আছে , বাইরে টাকা দেবে কেন , আমাদের খুব টান চলছে , এজগতে তোমার মতো ভগবান কে সেবা করতে পারলে যদি পাপ ক্ষয় হয় ৷ আজ ৩ বছর হলো ওর কাঠের ব্যবসা বন্ধ , আমি নিদারুন অর্থের টানা পড়েনে ব্যবসায় নেমেছি , তুমি আমাদের উদ্ধার করে দাও?” বলে হাথ জোর করে বসে যায় তরুণ বাবুর সামনে ৷ লালসা না জাগলেও মন চায় কাছের সব টাকা দিয়ে দীপা কে সঙ্গে নিয়ে নিজের কাছে রাখতে ৷ তাকেই বিয়ে দেবে মেয়ের মতন মানুষ করবে একটা প্রাণ তো বাচবে ৷ কিন্তু লোভ জাগে দুনিয়ার রঙ্গ রোমাঞ্চে ! এত দেওয়া নেওয়ার খেলা ৷ তার আর কি বা আছে জীবনে ৷ কি হবে বিবেক আর মূল্যবোধ রেখে ৷ কত হাজার মেয়েই তো প্রতিদিন কারোর না কারোর সজ্জা সায়িনি হয় ৷