26-10-2021, 05:15 PM
(26-10-2021, 10:07 AM)ddey333 Wrote: আমি জানি না এখানের কোনো পাঠক কখনো হল্যান্ডের আমস্টারডাম শহরে গেছেন কিনা ... Sex Capital of World বলা হয় ওই শহরকে .
চাকরির কারণে আমাকে যেতে হয়েছে কয়েকবার , ঘুরেছি মাঝরাতে ঐসব এলাকাতে ....
একটা জিনিস ওখানের লোকেদের কাছে জানতে পেরে আশ্চর্য হয়েছিলাম , কেউ ওখানে নিরুপায় বা ফাঁদে পড়ে আসে না , বরং স্বইচ্ছায় আসে এবং বেশিরভাগই কিছুদিন পরেই একটা সাধারণ জীবন যাপনের জন্য ছেড়ে চলে যায় !!
কি অদ্ভুত , আমরা ভাবতেও কি পারি এমন কিছু ??
অতো দূর যেতে হবে না , আমাদের দেশেই এখন অনেক এমন আছে , ছেলে/ মেয়ে অনেকেই এটা পেশা হিসেবে নিয়েছে , অনেক শিক্ষিত ছেলে মেয়ে এই পেশায় আসছে। যদিও আমি নিজে কাউকে দেখিনি , সব শোনা কথা । এক ভাই পাঁচ তাঁরা হোটেলে কাজ করে , তার মাধ্যমে ।