26-10-2021, 09:15 AM
(25-10-2021, 06:59 PM)becpa Wrote: আমাদের কলেজে ( নাম বলা যাবে না - বললে বেদম কেলো ) আমাদের ইংরেজি প্রফেসর ছিলেন - তাঁর পছন্দের টপিক ছিল "তুলনামূলক সাহিত্য ".
কি রকম ব্যাপার?
এই যে ইংরেজি কবি জন ডান লিখেছে :
Blow Gently Over my Garden wind of o southern sea - when my love cometh and calleth me
এর ভাবানুবাদ রবি ঠাকুর লিখলেন
চুমিয়া যেয়ো তুমি আমার বনভূমি দখিনো সাগরেরও সমীরণ - যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম ডাকিবে নাম ধরি অকারণ
আমার ধারণা আমার শিক্ষাটা নেহাৎ গোলমেলে হয়ে গ্যাছে ।
এই রকম টিচার পেলে - স্টুডেন্ট শিখবেই শিখবে ।
কলেজে তো টিচার থাকে সাধারণত , আপনি কোন কলেজে পড়তেন দাদা যেখানে প্রফেসররা পড়াতেন !!!!
যাই হোক , তুলনামূলক সাহিত্য বা Comparative Literature আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বিখ্যাত ডিপার্টমেন্ট ছিল , স্বর্গীয়া নবনীতা দেব সেন ওখানে অধ্যাপক ছিলেন এবং ওনার এক মেয়েও ( এখন অভিনেত্রী ) ওখানে পড়তো ...