26-10-2021, 02:10 AM
(This post was last modified: 26-10-2021, 02:14 AM by Merikamukmaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
যে সময়ের কথা বলছি তখন আমরা একটা ছোট শহরে ভাড়া বাড়িতে থাকতাম। আমাদের পরিবারে ৩ টে মাত্র প্রাণী। আমি সিদ্ধার্থ দত্ত(১২), মা কামিনী দত্ত(৩৩) আর বাবা সুদীপ দত্ত(৪৫)। বাবা চাকুরিজীবি। মা গৃহবধূ আর তাদের একমাত্র সন্তান আমি। আমি তখন ক্লাস ৭ এ পরি। আমার বাবা খুব শান্ত প্রকৃতির মানুষ, একটু রাশভারী স্বভাবের। কিন্তু বাবার কাছে আমি আজ পর্যন্ত সেই ভাবে বকা খাইনি কখনো। বাবা নিজের কাজ আর অবসর সময়ে বইয়ে মুখ গুজে থাকতেই ভালোবাসেন। মা একদম বাবার বিপরীত স্বভাবের। মা খুব প্রাণোচ্ছল, সব সময় হাসি খুশি থাকেন। সবার সাথেই খুব সহজেই মিশে যেতে পারেন। বাবা মা দুজনেই আমাকে খুব ভালোবাসেন। মা একটু বেশিই প্রশ্রয় দিয়ে এসেছেন আমায় ছোটবেলা থেকেই। তো এই ভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিলো বেশ ভালো ভাবেই। বাবার অফিস পাশের শহরে হওয়ায় বাবাকে সকাল সকাল বেরিয়ে যেতে হতো অফিসের জন্যে তাই বাড়ির বেশির ভাগ দায়িত্ব মা কেই সামলাতে হতো। যেমন আমার পড়াশোনা, কখন কি লাগবে সংসারে এই সব। বাবা রবিবার করে এক বারে বাজার করে রাখতো, তবু টুকটাক কিছু প্রয়োজন হলে মাকেই বাজার ঘাটে যেতে হতো। আর মা নিজে দাম দর করে জিনিসপত্র কিনতে ভালও বাসেন। আর মা bergening করতে উস্তাদ। বিশেষ করে পুরুষদের দুর্বলতা টা মা ভালোভাবেই বুঝতে পারেন আর সেটা কাজে লাগিয়ে নিজের রূপ যৌবনের ঝলক দেখিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ঠিক দাম কমিয়ে নিতে পারেন। এটা যেন মায়ের কাছে খুব গর্ভের ব্যাপার। তার প্রতি পুরুষদের ঝুঁকতে দেখে মা মনে মনে খুব খুশি হন।