25-10-2021, 11:44 PM
অনন্যা কিছুক্ষণ চুপ থেকে অমিতের মতলব বোঝার চেষ্টা করে ৷
বিয়ের আগে বলা বাবার কথাগুলো মনে করে অনন্যা বিষণ্ণ হয়ে ভাবে..বাবা,তোমাকে বলতে পারিনা তোমার দেখা এই ভালো মানুষটার আড়ালে এই মদমত্ত নরপিশাচটা প্রচন্ড ক্ষুধা নিয়ে আমার শরীরটাকে দুমড়ে মুচড়ে খায়, অসহ্য যন্ত্রনায় শরীর যন্ত্রটা বিকল হয়ে যায় ৷ চুড়ান্ত একটা ধর্ষকামী মানসিকতা নিয়ে ব্যাভিচারে বাধ্য করে ৷
তাই আজ বেড়াতে যাবার কথায় ওর ভয়ই করতে লাগলো ৷ তারপর দেখা যাক কি হয় ভেবে হাসি মুখে বলে অনন্যা, ‘বেশ চল’।
বিকেল হতেই অনন্যা তৈরী হয়ে নিল, হালকা সবুজ শিফন শাড়ি ,সাদা হাতাওয়ালা ব্লাউজ ৷ গলায় সরু নেকলেশ ,কানে একটা ছোট দুলে অদ্ভুত সুন্দর লাগছিলো ওকে। খুব কম মেকআপে অনন্যা কে মিষ্টি ও বেশ প্রানবন্ত লাগে ।
অমিত প্যান্ট শার্ট গলিয়ে বলে,‘আমি গাড়ি বার করছি তুমি নেমে এসো’।।
১৬ তলার ফ্ল্যাটের দরজা বন্ধ করে লিফটে করে নিচে নেমে এসে অনন্যা গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দেয় অমিত ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। মেঘলা আকাশ, চারিদিকটা একটা মনোরম পরিবেশ। আজ অমিতের মেজাজ খুব ভাল ছিল। অনন্যাকে একটা গান ধরতে বলল, ‘শুনে হেসে বলে এখন! ‘এখনই তো গান গাওয়ার সুন্দর সময়, প্লিজ একটা গান শোনাও, আমি কোন না, শুনতে চাইনা’। অনন্যার দারুণ গানের গলা, ছোট থেকে গান করে আসছে, কোন এক নাম করা ওস্তাদের কাছে গান শিখেছে। যদিও কলেজে ভর্তির পর আর গানটাকে চালিয়ে যেতে পারেনি ৷ আজ অমিতের অনুরোধে হেসে বলে ‘আচ্ছা বাবা আচ্ছা,গান শুরু করে অনন্যা’,
‘বৃষ্টি থামার শেষে, ‘
সোনালি আলোয় ভেসে
রাজার কুমার এসে…’।
ভিক্টোরিয়ায় পোঁছে গাড়ি টা পার্কিং করে ওরা ভেতরে ঢোকে, খানিকটা ঘুরে নিয়ে একটা সিমেন্টের বেদিতে এসে বসে দুজনে, টুকটাক কথা বলতে বলতে অমিত অনন্যাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট গুঁজে চুমু খেতে শুরু করে ৷
ভিক্টোরিয়ার পরীটা সবে তখন গোধূলির আলোয় ডানাদুটোকে নিজের বুকের মধ্যে গুটিয়ে রেখেছে | কিচিরমিচির পাখির শব্দে কান পাতা দায় ৷
অনন্যা খোলা আকাশের নীচে অমিতের এহেন আচরণে বিরক্তি প্রকাশ করে বলে..আহ্,তোমার কি লাজ-লজ্জা বলে কিছু নেই অমিত ৷ এইভাবে হাটের মাঝে..আমরাতো আর টিনএজে নেই ৷
অনন্যার বাঁধায় অমিত রাগতস্বরে হিসহিসিয়ে বলে-
আমি আমার বউকে কখন কিভাবে আদর করবো তাতে হাট হোক বা চারদেয়ালের মধ্যে খাট হোক কার কি ? তারপর অনন্যা শাড়ির আঁচলের তলা দিয়ে হাত ঢুকিয়ে ওর একটা দুধকে চেপে ধরে টিপতে থাকে ৷
অনন্যা অমিতের কথা শুনে অবাক হয়ে যায় ৷ আর অমিতের হাতটাকে নিজের শরীর থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে-প্লিজ,অমিত,ছাড়ো..এখানে এমন কোরোনা..লোকজন কেমন…ফিরে ফিরে দেখছে..প্লিজ..৷
অনন্যার কথা অমিতের কানেই যায় না ৷ ও জোরে জোরে অনন্যার দুধ টিপতে থাকে..আর গানের সুরে বলে – “দেখুক পাড়া পড়শিতে..কেমন মাগী গেঁথেছি বড়শিতে..”
অনন্যা এবার বেশ জোরে একটা ঝটকা দিয়ে নিজেকে অমিতের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে- ছিঃছিঃ..তোমার একি মানসিকতা অমিত..অনন্যা একরাশ বিরক্তি নিয়ে গাড়ির দিকে হাঁটতে থাকে ৷ ভিক্টোরিয়া চত্বরের সবাই বোধহয় ওর এই লাঞ্ছনা দেখেছে এই ভাবনায় লজ্জায় মুখ তুলে চারদিকে তাকাতে পারেনা ..ইস্..অমিত আজ এটা কি করলো তার সাথে..
গাড়িতে বসে অমিতের ডান হাতটা শক্ত করে চেপে অনন্যা প্রশ্ন করলো-তুমি কি কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না ?
অমিত মুখটা ভার করে জিজ্ঞেস করলো-
-আচ্ছা, তুমি কি সারাজীবন এমন ভীতুর ডিম হয়ে থাকবে ?
-অনন্যা বলে- সাহসী হতে কি এমন সস্তা বিকৃতরুচি হতে হবে ৷
-অমিত দাঁত খিঁচিয়ে বলে-স্বামী- স্ত্রীর মধ্যে সেক্স রিলশেন বিকৃতরুচির হবে কেন ?
-অন্যান্য বলে- হবে..তার কারণ তুমি যা করো এবং আজ যেটা করলে..সেটা ওই বিকৃতরুচিরই নিদর্শন ৷
-অমিত গাড়িটা নিজেদের আবাসনের গেট দিয়ে ঢুকিয়ে পার্কিং করে ৷ তারপর বলে- তোমার ওই বস্তা পচা কথা তোমার ছাত্র-ছাত্রীদের পড়িও..৷ আমি তোমার কলেজের ছাত্র নই ৷ যেমন চাইবো..তোমাকে তাই করতে হবে ৷
সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরল ৷ না হোলো বেড়ানো আর না হোলো খাওয়া ৷ ফলে ক্ষিদেতে পেট চোঁচোঁ করতে শুরু করেছে অনন্যার । বাইরের পোশাক ছেড়ে কিচেনে গিয়ে গাজর,বীনস,আলু ও ডিম দিয়ে চাউমিন ও সাথে চা বানিয়ে নিল । অমিতকে চা ও এক প্লেট চাউমিন দিয়ে অনন্যা নিজেরটা নিয়ে খেতে থাকলো ৷ রাতে আর কিছু খেতে ইচ্ছা করল না ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের অর্ধসমাপ্ত ভ্রমণের দিনকয়েক অমিতের সাথে বাক্যালাপ বন্ধই রেখেছিল অনন্যা ৷ তারপর মাঝেমধ্যের ছুটির দিনগুলোতে ও গড়িয়াতে শ্বশুর-শ্বাশুড়ির সাথে বা লেকটাউনে বাপের বাড়িতে কাটিয়ে আসতো ৷
অমিতের এইসব বিকৃত আচরণের ফলে অনন্যার কাজ, পড়াশোনা দুইয়েরই একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল ৷ তাই ও ঠিক করে দিন কয়েক লেকটাউনে বাপের বাড়িতে কাটিয়ে আসবে ৷ সেইমতো অমিতকে জানিয়ে ও লেকটাউনে আসে ৷ কিন্ত সেখানেও দিনকয়েক পর অমিতও এসে হাজির হয় ৷
অনন্যা অমিতের আগমনে চিন্তিত হয়ে ওঠে এবং যথারীতি অমিত সেখানেও ও তার বিকৃত মানসিকতার প্রকাশ ঘটায় ৷
একদিন সন্ধ্যাবেলা অনন্যা ছাতে মাদুর পেতে বসেছিল ৷ হঠাৎই স্রোতেরমতো একটা উষ্ণ জলধারা গায়ে পড়তেই চমকে ওঠে..পিছনে মুখ ঘুরিয়ে এই উষ্ণ জলধারার কারণ খুঁজতে গেলে ওর পুরো মুখ,চোখে, তা পড়তে থাকে ৷ কোনোরকমে পাশে সরে গিয়ে দেখে অমিত ওর ৬”লিঙ্গটা বের করে প্রস্রাব করছে ওর গায়ে ৷
অমিত তার লিঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে অন্যার গায়ে প্রচন্ড বেগে প্রস্রাব ছড়াতে থাকে ৷
অমিতেরে প্রস্রাব অনন্যার মুখ,চোখ,গাল ভাসিয়ে ম্যাক্সির গলার সামনে দিয়ে ভিতরে পড়তে থাকে ৷ অনন্যার উর্ধাঙ্গের ব্রেসিয়ারে ঢাকা দুধ,পেট হয়ে নিন্মাঙ্গের প্যান্টি ভিজিয়ে ওর যোনি পথে উপস্থিত হয় ৷
অনন্যা একরাশ রাগে পাশে থাকা বোনচায়নার কাপটা অমিতের দিকে ছুঁড়ে মারে ৷ আর এমনই কপাল ভারী কাপটা গিয়ে লাগে অমিতের কপালে এবং কপাল ফেটে দরদর করে রক্ত বের হতে শুরু হয় ৷
অমিত কপালটা এক হাতে চেপে ধরে অনন্যার দিকে তেড়ে আসে ৷ কিন্তু ঠিক ওইসময় অনন্যার মা উর্মিলাদেবী ছাতে হাজির হন এবং জামাইয়ের কপালে রক্ত দেখে আতঙ্কিত হয়ে ওর কাছে এগিয়ে আসেন ৷ তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে জামাইয়ের ক্ষতস্থানটা চেপে বলেন-ইস্,এটা কি করে হোলো ৷ কত্তো রক্ত বেরেছো..চলো..চলো..নীচে গিয়ে ব্যান্ডেজ করতে হবে ৷ তারপর অনন্যাকে বলেন- অনু,তাড়াতাড়ি আয় ৷
“ক্ষুধিত যৌবন”- দ্বিতীয় অধ্যায়-৩য়:পর্ব,অনন্যা রায়’এর : তথ্যমুলক জীবনালেখ্য : ‘মুক্তির আহ্বান”অনুলিখন:রতিনাথ রায় ৷
অনন্যার সারা মুখ,বুক অমিতের পেচ্ছাবে ভিজে আছে ৷ অসম্ভব রাগে,ঘেন্নায় নিজের মধ্যেই ফুঁটতে থাকে ৷
ওদিকে অমিত ব্যাথার ভান করে শ্বাশুড়ি উর্মিদেবীকে জড়িয়ে ধরে অনন্যাকে একটা চোখ টেপে..
অনন্যা রাগে ফুঁটতে ফুঁটতে ওদের পিছনে আসতে থাকে ৷ হঠাৎই লক্ষ্য করে বদমাশ অমিতের একটা হাত ওর মায়ের পেট আর স্তনের মাঝামাঝি আঁকড়ে আছে ৷ অমিত শ্বাশুড়ি উর্মিদেবীকে প্রায় বগলদাবা করে এক পা,এক পা করে সিঁড়ি ভাঙতে থাকে ৷
উর্মিলা জামাইকে ওদের রুমে বসিয়ে ডেটল,তুলো এনে অমিতের ক্ষতস্থান পরিস্কার করে ব্যান্ডেজ বেধে দেন ৷ আর জামাইয়ের উদ্দেশ্যে বলেন- তুমি বাবা চুপচাপ একটু শুয়ে থাকো ৷ আমি অনু’কে বলি..ডাক্তার পাকড়াশীকে একবার ফোন করে আসতে বলুক ৷
অনন্যা নিচে নেমে বাথরুমে সাবান মেখে অমিতের পেচ্ছাবে ভেজা জামাকাপড় জলে ভিজিয়ে একটা ম্যাক্সি পড়ে বাইরে এসে শোনে..মা অমিতকে জিজ্ঞাসা করছে..তা কাটলো কিভাবে ?
অনন্যা একটু ঘাবড়ে যায় ৷ কি বলবে অমিত? ওর দুস্কর্মের কথাটা কি বলে বসবে নাকি ? লজ্জার শেষ থাকবে না তাহলে..
কিন্তু অনন্যার উদ্বেগকে ভুল প্রমাণিত করে অমিত হেসে বলে- আপনার মেয়ে ছাতে জল ফেলে রেখেছিল..তাতেই স্লিপার পরা পা পিছলে যায় ৷ আর কাপটার উপর গিয়ে পড়ি..তাই এই হাল ৷ অমিত অনন্যার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে থাকে ৷
অনন্যা অমিতের হাসি দেখে আরো ক্রদ্ধ হয় ৷ আর বলে- চোখ থাকতেও যারা অন্ধ তাদের পতনতো হবেই ৷
উর্মিলাদেবী মেয়ে-জামাইয়ের কলহের উৎসকে নব দম্পতির রাগ-অনুরাগ ভেবে..মেয়েকে কপট ধমকের সুরে বলেন-নে..হয়েছে অনু,অতো ঝগড়া না করে
ডাক্তার পাকড়াশীকে একবার ফোন করে আসতে বল ৷ একটা টিটেনাস,পেনকিলার দিয়ে যাক ৷ আর আঘাতটাও দেখে যাক ৷ আমি ততক্ষণে রক্তমাখা শাড়িটা বদলে আসি ৷ কি জানি তোর বাবা ফিরলে না জানি কি আছে কপালে আজ..৷ উর্মিদেবী কাপড় বদলাতে চলে যান ৷
এহেন কুকর্মের ফলে অনন্যাও বাপের বাড়িতে লজ্জিত হবার ভয়ে রাজপুরের ফ্ল্যাটে ফিরে আসে ৷
একদিন কলেজ থেকে ফিরে সন্ধ্যে বেলায় ক্লাসটেস্টের খাতাগুলো নিয়ে বসল অনন্যা ৷ । একটা কি দুটো খাতা চেক করতে না করতেই লোডশেডিং ! আর তারপরই এক ঝাঁক মশা দল বেঁধে গান শোনাতে চলে এল । ফলে খাতা দেখার দফারফা হয়ে গেল। চার্জার লাইটটা জ্বাললো অনন্যা ৷ হঠাৎই অমিত পাশের ঘর থেকে এসে লাইটটা নিয়ে চলে গেল ৷ অনন্যা রাগে থমথম করতে লাগলো ৷ কিন্তু আর ঝগড়াঝাঁটি করারমতো মানসিক অবস্থা ওর ছিল
না ৷ প্রতিটা মুহুর্তে অমিতের সাথে দুরত্ব বাড়ছে বুঝতে পারছে অনন্যা ৷ তাই একটা মোমবাতি জ্বালিয়ে ভুতের মত বসে রইল। সকলেতো আর এত ঝক্কি বোঝেন না ! সময়মতো খাতা জমা না করলে হেডমিস্ট্রেসতো সমালোচনার ঝড় বইয়ে দেন ।
বিয়ের আগে বলা বাবার কথাগুলো মনে করে অনন্যা বিষণ্ণ হয়ে ভাবে..বাবা,তোমাকে বলতে পারিনা তোমার দেখা এই ভালো মানুষটার আড়ালে এই মদমত্ত নরপিশাচটা প্রচন্ড ক্ষুধা নিয়ে আমার শরীরটাকে দুমড়ে মুচড়ে খায়, অসহ্য যন্ত্রনায় শরীর যন্ত্রটা বিকল হয়ে যায় ৷ চুড়ান্ত একটা ধর্ষকামী মানসিকতা নিয়ে ব্যাভিচারে বাধ্য করে ৷
তাই আজ বেড়াতে যাবার কথায় ওর ভয়ই করতে লাগলো ৷ তারপর দেখা যাক কি হয় ভেবে হাসি মুখে বলে অনন্যা, ‘বেশ চল’।
বিকেল হতেই অনন্যা তৈরী হয়ে নিল, হালকা সবুজ শিফন শাড়ি ,সাদা হাতাওয়ালা ব্লাউজ ৷ গলায় সরু নেকলেশ ,কানে একটা ছোট দুলে অদ্ভুত সুন্দর লাগছিলো ওকে। খুব কম মেকআপে অনন্যা কে মিষ্টি ও বেশ প্রানবন্ত লাগে ।
অমিত প্যান্ট শার্ট গলিয়ে বলে,‘আমি গাড়ি বার করছি তুমি নেমে এসো’।।
১৬ তলার ফ্ল্যাটের দরজা বন্ধ করে লিফটে করে নিচে নেমে এসে অনন্যা গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দেয় অমিত ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। মেঘলা আকাশ, চারিদিকটা একটা মনোরম পরিবেশ। আজ অমিতের মেজাজ খুব ভাল ছিল। অনন্যাকে একটা গান ধরতে বলল, ‘শুনে হেসে বলে এখন! ‘এখনই তো গান গাওয়ার সুন্দর সময়, প্লিজ একটা গান শোনাও, আমি কোন না, শুনতে চাইনা’। অনন্যার দারুণ গানের গলা, ছোট থেকে গান করে আসছে, কোন এক নাম করা ওস্তাদের কাছে গান শিখেছে। যদিও কলেজে ভর্তির পর আর গানটাকে চালিয়ে যেতে পারেনি ৷ আজ অমিতের অনুরোধে হেসে বলে ‘আচ্ছা বাবা আচ্ছা,গান শুরু করে অনন্যা’,
‘বৃষ্টি থামার শেষে, ‘
সোনালি আলোয় ভেসে
রাজার কুমার এসে…’।
ভিক্টোরিয়ায় পোঁছে গাড়ি টা পার্কিং করে ওরা ভেতরে ঢোকে, খানিকটা ঘুরে নিয়ে একটা সিমেন্টের বেদিতে এসে বসে দুজনে, টুকটাক কথা বলতে বলতে অমিত অনন্যাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট গুঁজে চুমু খেতে শুরু করে ৷
ভিক্টোরিয়ার পরীটা সবে তখন গোধূলির আলোয় ডানাদুটোকে নিজের বুকের মধ্যে গুটিয়ে রেখেছে | কিচিরমিচির পাখির শব্দে কান পাতা দায় ৷
অনন্যা খোলা আকাশের নীচে অমিতের এহেন আচরণে বিরক্তি প্রকাশ করে বলে..আহ্,তোমার কি লাজ-লজ্জা বলে কিছু নেই অমিত ৷ এইভাবে হাটের মাঝে..আমরাতো আর টিনএজে নেই ৷
অনন্যার বাঁধায় অমিত রাগতস্বরে হিসহিসিয়ে বলে-
আমি আমার বউকে কখন কিভাবে আদর করবো তাতে হাট হোক বা চারদেয়ালের মধ্যে খাট হোক কার কি ? তারপর অনন্যা শাড়ির আঁচলের তলা দিয়ে হাত ঢুকিয়ে ওর একটা দুধকে চেপে ধরে টিপতে থাকে ৷
অনন্যা অমিতের কথা শুনে অবাক হয়ে যায় ৷ আর অমিতের হাতটাকে নিজের শরীর থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে-প্লিজ,অমিত,ছাড়ো..এখানে এমন কোরোনা..লোকজন কেমন…ফিরে ফিরে দেখছে..প্লিজ..৷
অনন্যার কথা অমিতের কানেই যায় না ৷ ও জোরে জোরে অনন্যার দুধ টিপতে থাকে..আর গানের সুরে বলে – “দেখুক পাড়া পড়শিতে..কেমন মাগী গেঁথেছি বড়শিতে..”
অনন্যা এবার বেশ জোরে একটা ঝটকা দিয়ে নিজেকে অমিতের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে- ছিঃছিঃ..তোমার একি মানসিকতা অমিত..অনন্যা একরাশ বিরক্তি নিয়ে গাড়ির দিকে হাঁটতে থাকে ৷ ভিক্টোরিয়া চত্বরের সবাই বোধহয় ওর এই লাঞ্ছনা দেখেছে এই ভাবনায় লজ্জায় মুখ তুলে চারদিকে তাকাতে পারেনা ..ইস্..অমিত আজ এটা কি করলো তার সাথে..
গাড়িতে বসে অমিতের ডান হাতটা শক্ত করে চেপে অনন্যা প্রশ্ন করলো-তুমি কি কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না ?
অমিত মুখটা ভার করে জিজ্ঞেস করলো-
-আচ্ছা, তুমি কি সারাজীবন এমন ভীতুর ডিম হয়ে থাকবে ?
-অনন্যা বলে- সাহসী হতে কি এমন সস্তা বিকৃতরুচি হতে হবে ৷
-অমিত দাঁত খিঁচিয়ে বলে-স্বামী- স্ত্রীর মধ্যে সেক্স রিলশেন বিকৃতরুচির হবে কেন ?
-অন্যান্য বলে- হবে..তার কারণ তুমি যা করো এবং আজ যেটা করলে..সেটা ওই বিকৃতরুচিরই নিদর্শন ৷
-অমিত গাড়িটা নিজেদের আবাসনের গেট দিয়ে ঢুকিয়ে পার্কিং করে ৷ তারপর বলে- তোমার ওই বস্তা পচা কথা তোমার ছাত্র-ছাত্রীদের পড়িও..৷ আমি তোমার কলেজের ছাত্র নই ৷ যেমন চাইবো..তোমাকে তাই করতে হবে ৷
সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরল ৷ না হোলো বেড়ানো আর না হোলো খাওয়া ৷ ফলে ক্ষিদেতে পেট চোঁচোঁ করতে শুরু করেছে অনন্যার । বাইরের পোশাক ছেড়ে কিচেনে গিয়ে গাজর,বীনস,আলু ও ডিম দিয়ে চাউমিন ও সাথে চা বানিয়ে নিল । অমিতকে চা ও এক প্লেট চাউমিন দিয়ে অনন্যা নিজেরটা নিয়ে খেতে থাকলো ৷ রাতে আর কিছু খেতে ইচ্ছা করল না ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের অর্ধসমাপ্ত ভ্রমণের দিনকয়েক অমিতের সাথে বাক্যালাপ বন্ধই রেখেছিল অনন্যা ৷ তারপর মাঝেমধ্যের ছুটির দিনগুলোতে ও গড়িয়াতে শ্বশুর-শ্বাশুড়ির সাথে বা লেকটাউনে বাপের বাড়িতে কাটিয়ে আসতো ৷
অমিতের এইসব বিকৃত আচরণের ফলে অনন্যার কাজ, পড়াশোনা দুইয়েরই একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল ৷ তাই ও ঠিক করে দিন কয়েক লেকটাউনে বাপের বাড়িতে কাটিয়ে আসবে ৷ সেইমতো অমিতকে জানিয়ে ও লেকটাউনে আসে ৷ কিন্ত সেখানেও দিনকয়েক পর অমিতও এসে হাজির হয় ৷
অনন্যা অমিতের আগমনে চিন্তিত হয়ে ওঠে এবং যথারীতি অমিত সেখানেও ও তার বিকৃত মানসিকতার প্রকাশ ঘটায় ৷
একদিন সন্ধ্যাবেলা অনন্যা ছাতে মাদুর পেতে বসেছিল ৷ হঠাৎই স্রোতেরমতো একটা উষ্ণ জলধারা গায়ে পড়তেই চমকে ওঠে..পিছনে মুখ ঘুরিয়ে এই উষ্ণ জলধারার কারণ খুঁজতে গেলে ওর পুরো মুখ,চোখে, তা পড়তে থাকে ৷ কোনোরকমে পাশে সরে গিয়ে দেখে অমিত ওর ৬”লিঙ্গটা বের করে প্রস্রাব করছে ওর গায়ে ৷
অমিত তার লিঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে অন্যার গায়ে প্রচন্ড বেগে প্রস্রাব ছড়াতে থাকে ৷
অমিতেরে প্রস্রাব অনন্যার মুখ,চোখ,গাল ভাসিয়ে ম্যাক্সির গলার সামনে দিয়ে ভিতরে পড়তে থাকে ৷ অনন্যার উর্ধাঙ্গের ব্রেসিয়ারে ঢাকা দুধ,পেট হয়ে নিন্মাঙ্গের প্যান্টি ভিজিয়ে ওর যোনি পথে উপস্থিত হয় ৷
অনন্যা একরাশ রাগে পাশে থাকা বোনচায়নার কাপটা অমিতের দিকে ছুঁড়ে মারে ৷ আর এমনই কপাল ভারী কাপটা গিয়ে লাগে অমিতের কপালে এবং কপাল ফেটে দরদর করে রক্ত বের হতে শুরু হয় ৷
অমিত কপালটা এক হাতে চেপে ধরে অনন্যার দিকে তেড়ে আসে ৷ কিন্তু ঠিক ওইসময় অনন্যার মা উর্মিলাদেবী ছাতে হাজির হন এবং জামাইয়ের কপালে রক্ত দেখে আতঙ্কিত হয়ে ওর কাছে এগিয়ে আসেন ৷ তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে জামাইয়ের ক্ষতস্থানটা চেপে বলেন-ইস্,এটা কি করে হোলো ৷ কত্তো রক্ত বেরেছো..চলো..চলো..নীচে গিয়ে ব্যান্ডেজ করতে হবে ৷ তারপর অনন্যাকে বলেন- অনু,তাড়াতাড়ি আয় ৷
“ক্ষুধিত যৌবন”- দ্বিতীয় অধ্যায়-৩য়:পর্ব,অনন্যা রায়’এর : তথ্যমুলক জীবনালেখ্য : ‘মুক্তির আহ্বান”অনুলিখন:রতিনাথ রায় ৷
অনন্যার সারা মুখ,বুক অমিতের পেচ্ছাবে ভিজে আছে ৷ অসম্ভব রাগে,ঘেন্নায় নিজের মধ্যেই ফুঁটতে থাকে ৷
ওদিকে অমিত ব্যাথার ভান করে শ্বাশুড়ি উর্মিদেবীকে জড়িয়ে ধরে অনন্যাকে একটা চোখ টেপে..
অনন্যা রাগে ফুঁটতে ফুঁটতে ওদের পিছনে আসতে থাকে ৷ হঠাৎই লক্ষ্য করে বদমাশ অমিতের একটা হাত ওর মায়ের পেট আর স্তনের মাঝামাঝি আঁকড়ে আছে ৷ অমিত শ্বাশুড়ি উর্মিদেবীকে প্রায় বগলদাবা করে এক পা,এক পা করে সিঁড়ি ভাঙতে থাকে ৷
উর্মিলা জামাইকে ওদের রুমে বসিয়ে ডেটল,তুলো এনে অমিতের ক্ষতস্থান পরিস্কার করে ব্যান্ডেজ বেধে দেন ৷ আর জামাইয়ের উদ্দেশ্যে বলেন- তুমি বাবা চুপচাপ একটু শুয়ে থাকো ৷ আমি অনু’কে বলি..ডাক্তার পাকড়াশীকে একবার ফোন করে আসতে বলুক ৷
অনন্যা নিচে নেমে বাথরুমে সাবান মেখে অমিতের পেচ্ছাবে ভেজা জামাকাপড় জলে ভিজিয়ে একটা ম্যাক্সি পড়ে বাইরে এসে শোনে..মা অমিতকে জিজ্ঞাসা করছে..তা কাটলো কিভাবে ?
অনন্যা একটু ঘাবড়ে যায় ৷ কি বলবে অমিত? ওর দুস্কর্মের কথাটা কি বলে বসবে নাকি ? লজ্জার শেষ থাকবে না তাহলে..
কিন্তু অনন্যার উদ্বেগকে ভুল প্রমাণিত করে অমিত হেসে বলে- আপনার মেয়ে ছাতে জল ফেলে রেখেছিল..তাতেই স্লিপার পরা পা পিছলে যায় ৷ আর কাপটার উপর গিয়ে পড়ি..তাই এই হাল ৷ অমিত অনন্যার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে থাকে ৷
অনন্যা অমিতের হাসি দেখে আরো ক্রদ্ধ হয় ৷ আর বলে- চোখ থাকতেও যারা অন্ধ তাদের পতনতো হবেই ৷
উর্মিলাদেবী মেয়ে-জামাইয়ের কলহের উৎসকে নব দম্পতির রাগ-অনুরাগ ভেবে..মেয়েকে কপট ধমকের সুরে বলেন-নে..হয়েছে অনু,অতো ঝগড়া না করে
ডাক্তার পাকড়াশীকে একবার ফোন করে আসতে বল ৷ একটা টিটেনাস,পেনকিলার দিয়ে যাক ৷ আর আঘাতটাও দেখে যাক ৷ আমি ততক্ষণে রক্তমাখা শাড়িটা বদলে আসি ৷ কি জানি তোর বাবা ফিরলে না জানি কি আছে কপালে আজ..৷ উর্মিদেবী কাপড় বদলাতে চলে যান ৷
এহেন কুকর্মের ফলে অনন্যাও বাপের বাড়িতে লজ্জিত হবার ভয়ে রাজপুরের ফ্ল্যাটে ফিরে আসে ৷
একদিন কলেজ থেকে ফিরে সন্ধ্যে বেলায় ক্লাসটেস্টের খাতাগুলো নিয়ে বসল অনন্যা ৷ । একটা কি দুটো খাতা চেক করতে না করতেই লোডশেডিং ! আর তারপরই এক ঝাঁক মশা দল বেঁধে গান শোনাতে চলে এল । ফলে খাতা দেখার দফারফা হয়ে গেল। চার্জার লাইটটা জ্বাললো অনন্যা ৷ হঠাৎই অমিত পাশের ঘর থেকে এসে লাইটটা নিয়ে চলে গেল ৷ অনন্যা রাগে থমথম করতে লাগলো ৷ কিন্তু আর ঝগড়াঝাঁটি করারমতো মানসিক অবস্থা ওর ছিল
না ৷ প্রতিটা মুহুর্তে অমিতের সাথে দুরত্ব বাড়ছে বুঝতে পারছে অনন্যা ৷ তাই একটা মোমবাতি জ্বালিয়ে ভুতের মত বসে রইল। সকলেতো আর এত ঝক্কি বোঝেন না ! সময়মতো খাতা জমা না করলে হেডমিস্ট্রেসতো সমালোচনার ঝড় বইয়ে দেন ।