25-10-2021, 09:46 PM
(25-10-2021, 08:38 PM)a-man Wrote: কেউ যদি কবিতা লেখার পূর্বে চিন্তা করে যে "আমি যতই লিখি না কেন কখনোই কবিগুরু রবিঠাকুর কিংবা বিদ্রোহী কাজী নজরুল হতে পারবোনা" সে তাহলে আর কখনো লিখতেই পারবেনা।
তেমনি আপনি যদি ভাবেন যে পিনুরাম কিংবা কামদেব দাদার গল্পের মতো হবেনা তাহলে দেখবেন যে লেখার আগ্রহই হারিয়ে ফেলবেন। আপনি কামদেব কিংবা পিনুরাম কিংবা জুপিটার অথবা বাবান কারো মতোই নন, আপনি আপনিই। এই যে লিখছেন আকাশ সুচিত্রাকে নিয়ে এক অমর ভালোবাসার গল্প আপনার নিজের মতো করে, তাইতো এখানে পাঠকের এতো আনাগোনা। পাঠক গল্পটাকে ভালোবেসে আরো অত্যাধিক জৌলুসপূর্ণ ভাবে সাজাতে ইচ্ছুক কিন্তু দিনশেষে অবশ্যই সিদ্ধান্ত আপনার, এখন পর্যন্ত গল্পটা খুবই সুন্দরভাবে এসেছে।
সেই ভাবনাতেই তো আগের বছর পর্যন্ত একটাও ছোট গল্প লিখতে পারিনি.... এখন আর সেই ভাবনাটা তেমন হয় না কারন এখন আপনারা ভালোবেসে আমাকে কনফিডেন্স জোগাচ্ছেন.... এই কনফিডেন্স টা এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ছিল না কিন্তু....
❤❤❤