25-10-2021, 09:59 AM
লোকাল ট্রেনে চেনা জানা যাত্রীরা প্রতিদিন এক সাথে যাতায়াত করেন। একদিন রিনিদি একটি গল্পের বই পড়তে পড়তে যাচ্ছেন একমনে। দাদা ট্রেনে উঠে রিনিদির পাসে বসে জিঙ্গাসা করলেন । কি বই পড়া হচ্ছে। রিনিদি উত্তর দিলেন *রাত ভোর বৃষ্টি*। দাদা জানতে চাইলেন কার লেখা । রিনিদি বললেন *বুব*। দাদা অবাক হয়ে জানতে চাইলেন সে কে । আবাক হয়ে বললেন বুবকে চেনননা, বুদ্ধদেব বসু। আমারা ওনাকে বুব বলে ডাকি। খুবই বেইজ্জত হলেন দাদা । কদিন বাদে দাদাও একটি বই নিয়ে ট্রেনে উঠে পড়তে লাগলেন। রিনিদি কৌতুহলের সঙ্গে জিঙ্গাসা করলেন বই এর নাম কী। দাদা বললেন বাংলার লোকসংস্কৃতি। রিনিদি জানতে চাইলেন কার লেখা। দাদা গম্ভীর মুখে বললেন আমরা তো বলি গুরুসদয় দত্ত। আপনারা কি বলবেন জানি না।