24-10-2021, 07:54 PM
(24-10-2021, 07:43 PM)Abid Ahmed Wrote: কি বলবো দাদা,যাই বলবো তাই কম হয়ে যাবে।আপডেটটা খুবই সুন্দর হয়েছে।গল্পে গৌরবের আগমনে সত্যিই মন খারাপ হয়ে গিয়েছিল।কিন্তু সুচির আচরণ আমাকে মুগ্ধ করেছে।আর দেবদার মতো আমিও চাই সুচি আকাশ মানসিক ভাবে পরিপক্ক হোক।কিন্তু সেটা ধীরে ধীরে হলেও আমি কিছু মনে করব না কারণ একবার বড় হয়ে গেলে তো আর ছোট করা যাবে না।তখন ওদের এই খুনসুটি খুবই মিস করব।আর মোবাইল নিয়ে মায়ের কাছে আকাশের ধরা খাওয়া খুবই বাস্তবিক লাগলো(বাস্তবিক তো লাগবেই নিজে যে হাতেনাতে ধরা খাইছিলাম)
অনেক অনেক ভালবাসা রইল দাদা তোমার জন্য।আজকে থেকে আবার পরের রবিবারের জন্য গণনা শুরু হলো?
দুস্টু মিষ্টি খুনসুটি তো চলবেই , বাল্য প্রেমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ সেটা ...

কিন্তু কথায় কথায় ওরকম ঠাস ঠাস ইত্যাদি এবার কমে গেলেই ভালো লাগবে .
কিন্তু বিচীবাবু গেলেন কোথায়, এতো সময় তো লাগে না উত্তর দিতে !!!
