24-10-2021, 07:08 PM
(24-10-2021, 06:37 PM)anangadevrasatirtha Wrote: আজ কোনও গল্প নয়, কিছু পরিসংখ্যান দেব।
আমি আমারর কাহিনি-বিন্যাসের ক্ষেত্রে, শব্দ-সংখ্যার একটা rough মাপকাঠি ঠিক করেছি।
অনুগল্প = ১ থেকে ১০০০ শব্দ।
ছোটো গল্প = ১০০১ থেকে ৫০০০ শব্দ।
বড়ো গল্প/ উপন্যাসিকা/ নভেলা = ৫০০১ থেকে ৯৯৯৯ শব্দ।
উপন্যাস = ১০০০০-এর অধিক শব্দ।
এখনও পর্যন্ত নিজের জ্ঞাতে ও অজ্ঞাতে, স্বেচ্ছায় ও কখনও ভাগ্যক্রমে, আমি কয়েকটি চরিত্র নির্মাণ করে ফেলেছি, যারা এই পানু-jonra-য়, আপনাদের বদান্যতায়, ঈষৎ জনপ্রিয়তা পেয়েছে।
এই চরিত্রদের মধ্যে, 'চিপকু' সিরিজের ৮টি অনুগল্প, ৮টি ছোটোগল্প এবং একটি উপন্যাস এখনও পর্যন্ত এই thread-এ প্রকাশ পেয়েছে।
একইভাবে 'ভকলু' সিরিজের ৬টি অনুগল্প, ২টি ছোটোগল্প এবং 'সুমনা বউদি' সিরিজের ৪টি অনুগল্প, ১টি ছোটোগল্প এই thread-এ প্রকাশ পেয়েছে।
এ ছাড়াও 'নুঙ্কুকুমার' সিরিজের একটি উপন্যাস ও একটি বড়োগল্পও এখানে প্রকাশ করেছি।
গত এক বছর ধরে নিয়মিত এই thread-এ কাহিনি লিখতে-লিখতে, এখনও পর্যন্ত মোট ৬৩টি অনুগল্প, ২৩টি ছোটোগল্প, ৪টি বড়ো গল্প এবং ৪টি উপন্যাস লিখতে পেরেছি।
অবশ্যই আগামীদিনে আরও নতুন লেখা, এই list-এ সংংযোজিত হবে।
অনেকেই আমাকে বড়ো কোনও উপন্যাস, নতুন thread খুলে লেখবার অনুরোধ করেন। আমি আপাতত আমার সব লেখাই এই thread-এ রেখে, পরবর্তীকালে উপোরুক্ত category অনুযায়ী, এক-একটি series-এর আলাদা thread করব, ভেবেছি।
এতো দূর যে কখনও এগোতে পারব, সেটাই মাথাতে ছিল না।
আপনারা পাশে থাকলে, এগিয়ে যাব, আশা রাখি।
সকল পাঠক-বন্ধুকে বিজয়ার শুভেচ্ছা জানাই।
ভালো থাকবেন।
শ্রী অনঙ্গদেব রসতীর্থ।
এগিয়ে চলুন , এগিয়ে চলুক ... বেঁচে থাকলে সঙ্গে বরাবর থাকবো !!
তবে আমার অনুরোধটা একটু মনে রেখে দেবেন , মানে ওই প্রেমের গল্পের ব্যাপারটা আরকি ...