24-10-2021, 12:17 PM
(24-10-2021, 09:55 AM)Sanjay Sen Wrote: সূচির নতুন কলেজ জীবন এবং আকাশের মাধ্যমিক পরীক্ষার ঘটনাগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছ।
আকাশ আর সূচির মাঝে গৌরব এসে পরাতে ব্যাপারটা আরো জমে উঠেছে। তবে সূচি গৌরবকে বিশেষ পাত্তা দেবে বলে মনে হচ্ছে। দেখা যাক গৌরব এরপর নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা।
3G connection .. অর্থাৎ ঘটনাগুলো বেশ কয়েক বছর আগেকার। অবশ্য সেটা তো দেখাতেই হবে তা না হলে বর্তমান সময়ে ওদের মিল দেখাবে কি করে!
সূচি এখনো আকাশকে নিজের খেলার সঙ্গীই মনে করে, ভালোবাসা হয়নি এখনো দুজনের মধ্যে -- তা না হলে আকাশের মা'কে অশ্লীল ভিডিও দেখার কথা বলে দিতে পারতো না।
সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের পর্বটি।
যাচ্চোলে... এবার আমি কি বলবো? সব তো উনিই.....
যাইহোক তাহলে এইটুকুই বলবো সত্যি কি সুন্দর একটা পর্ব. একটা লম্বা গ্যাপ এর অপূর্ণতা পুষিয়ে দিলে এরকম একটা পর্ব দিয়ে. রাগ অভিমান ক্রোধ ভালোলাগা বন্ধুত্ব দুস্টুমি আকর্ষণ সব পেলাম একটা পর্বে. চালিয়ে যাও গুরু....
তবে একটাই প্রশ্ন...... এই মেয়েটা কি ছেলেটাকে বড়ো হতে দেবেনা? নিজেরা তো কম বয়সেই ম্যাচুর হয়ে যায়.. আর আমাদের বেলায় সব দোষ? কি কেসটাই na খাওয়ালো আকাশকে আহারে? না হয় একটু ইয়েই দেখছিলো..... আর নিজে যে xnxx নাম দেখেই ভুরু কুঁচকালো সেই বেলায়......