24-10-2021, 09:55 AM
সূচির নতুন কলেজ জীবন এবং আকাশের মাধ্যমিক পরীক্ষার ঘটনাগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছ।
আকাশ আর সূচির মাঝে গৌরব এসে পরাতে ব্যাপারটা আরো জমে উঠেছে। তবে সূচি গৌরবকে বিশেষ পাত্তা দেবে বলে মনে হচ্ছে। দেখা যাক গৌরব এরপর নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা।
3G connection .. অর্থাৎ ঘটনাগুলো বেশ কয়েক বছর আগেকার। অবশ্য সেটা তো দেখাতেই হবে তা না হলে বর্তমান সময়ে ওদের মিল দেখাবে কি করে!
সূচি এখনো আকাশকে নিজের খেলার সঙ্গীই মনে করে, ভালোবাসা হয়নি এখনো দুজনের মধ্যে -- তা না হলে আকাশের মা'কে অশ্লীল ভিডিও দেখার কথা বলে দিতে পারতো না।
সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের পর্বটি।
আকাশ আর সূচির মাঝে গৌরব এসে পরাতে ব্যাপারটা আরো জমে উঠেছে। তবে সূচি গৌরবকে বিশেষ পাত্তা দেবে বলে মনে হচ্ছে। দেখা যাক গৌরব এরপর নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা।
3G connection .. অর্থাৎ ঘটনাগুলো বেশ কয়েক বছর আগেকার। অবশ্য সেটা তো দেখাতেই হবে তা না হলে বর্তমান সময়ে ওদের মিল দেখাবে কি করে!
সূচি এখনো আকাশকে নিজের খেলার সঙ্গীই মনে করে, ভালোবাসা হয়নি এখনো দুজনের মধ্যে -- তা না হলে আকাশের মা'কে অশ্লীল ভিডিও দেখার কথা বলে দিতে পারতো না।
সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের পর্বটি।