22-10-2021, 05:57 PM
(22-10-2021, 05:25 PM)cuck son Wrote: অনেক চেষ্টা করলাম , কিন্তু গল্পটা আপাতত এগিয়ে নিয়ে যেতে পারছি না , সবার কাছে দুঃখ প্রকাশ করছি । গালি দিলে দেন , আমি কিছু মনে করবো না , বরং ওটা প্রাপ্য ।
পাঠক হিসেবে আমিও অসমাপ্ত গল্প পছন্দ করি না , তাই এই পল্পের পাঠকদের কাছে সত্যি দুঃখ প্রকাশ করছি ।
এর পর থেকে কোন গল্প দিলে আগে থেকে শেষ করে তবেই পোস্ট করবো ,এই কান ধরলাম আর কোন গল্প শুরু করেই পোস্ট করে দেবো না ।
যারা যারা রেপুটেশন পয়েন্ট দিয়েছেন তাঁরা চাইলে সেটা কেড়ে নিতে পারেন , আমি কিছুই মনে করবো না , কিন্তু যারা কোনদিন কোন পয়েন্ট দেন নাই তাঁরা জেনো নেগেটিভ রেপু না দেন , এই অনুরোধ রইলো ।
আর যে গল্পটা আগাবেন না তা অনেক আগেই বুঝছিলাম ভাই, আমরা ঘর পোড়া গরু, আমরা বুঝতে পারি লেখক এর দৌড় কখন শেষ হয়ে যায়!!! আমাদের কপাল পোড়া, আমাদের নিয়তি এমন ই!!!