22-10-2021, 02:15 PM
(21-10-2021, 09:29 AM)ddey333 Wrote: " নির্বাসনের পরে " অনঙ্গবাবুকে অনুরোধ করছি ওরকম আরেকটা ইন্টেন্স প্রেমের গল্প যদি লেখেন খুব ভালো লাগবে !!
এতোদিন পরে আবার এই গল্পটাকে স্মরণ করায়, আমি সত্যিই আপ্লুত। অনেক ধন্যবাদ আপনাকে।
এটা আমার একটি অন্যতম প্রিয় গল্প। একটা ঘোরের মধ্যে এক সময় লিখে ফেলেছিলাম।
জানি না, আর কখনও এমন ধরণের গল্প আবার লিখতে পারব কিনা।
তবে নিশ্চই চেষ্টা করব।
আরেকটা কথা।
আপনার কাছে বিনীত অনুরোধ, ওই বাজার-চলতি whatsapp jokesগুলোতে 'চিপকু'-র নাম সাঁটিয়ে দয়া করে এখানে post করবেন না।
অনেকেই floating পাঠক হিসেবে এই threadএ বিনা commentsএ পড়ে চলে যান। এতে সম্ভবত তাঁদের কাছে ভুল বার্তা পৌঁছবে।
আশা করি, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। দয়া করে এ জন্য রাগ করবেন না।
শ্রী অনঙ্গদেব রসতীর্থ