22-10-2021, 12:16 PM
(22-10-2021, 12:02 PM)ddey333 Wrote: ট্রেনের ডেইলি প্যাসেঞ্জারদের কথাবার্তায় একটা আলাদা মেজাজ থাকে ।
ট্রেনে এক অফিসযাত্রী ভদ্রলোককে এক ব্যক্তি জিজ্ঞস করলেন "এই যে দাদা, অফিসে যাচ্ছেন? "
উত্তরে তিনি ফুঁসে উঠলেন, "তা না তো কি ? সকালবেলা ভিড় ঠেলে বাইজিবাড়ি যাচ্ছি?"
একটা ট্রেন স্টেশানে দাঁড়িয়ে আছে, একজন লোক হন্তদন্ত হয়ে এসে জানলার ধারে বসা ভদ্রলোক কে জিজ্ঞেস করলেন, "দাদা এটা কি সব স্টেশানে থামবে?"
ভদ্রলোক পেপার থেকে চোখ সরিয়ে গম্ভীর ভাবে উত্তর দিলেন, "কেন আপনি কি সব স্টেশানে নামবেন?"
চলন্ত ব্যান্ডেল লোকালে একজন ট্রেনের হাতল ধরে ছুটতে ছুটতে প্রশ্ন করলেন "দাদা, এটা কি ব্যান্ডেল ?"
তাৎক্ষণিক উত্তর ভেসে এল- "না এটা হ্যান্ডেল"..!!
দমদম থেকে সন্ধ্যেবেলার নারকীয় ভিড় জয় করে একজন একটা ট্রেনের পা দানীতে কোনও ক্রমে ঠাঁই পেয়েছে, গোটা শরীরের ৮০% দরজার বাইরে, কেবল এক হাতে একটা হাতল কোনক্রমে ধরতে পেরেছে, ট্রেন গতি নিয়ে নিয়েছে আর তার কানের পাশ দিয়ে পোষ্ট গুলো সাঁই সাঁই করে চলে যাচ্ছে, লোকটাও চাপ খেয়ে চিৎকার করছে, "দাদা, একটু চাপুন, একদম ঝুলছি যে..."
ভেতর থেকে কে একটা নির্বিকার গলায় বলে উঠলো, "শুধু ঝুললে হবে? মা কে বলুন কমপ্ল্যান দিতে"!
নিজের কলেজ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি .. ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে ঠিক সেই সময় এক যুবক জিজ্ঞাসা করে উঠলো, " দাদা, বালি ধরবে?"
শুনতে পেলাম একজন বলে উঠল " সিমেন্ট লাগালে ধরবে "
❤❤❤