21-10-2021, 03:06 PM
সকালে রাতুলা কে নিয়ে বেরিয়েছে সন্দিপ, দিঘা। অরুন বাবু আজ সকালের ট্রেনে ফিরবে জেনেও সন্দিপ ওকে নিয়ে গেছে। অরুন কে বলে গেছে অবশই। তাছাড়া মমতা আছে, ওর কোন অসুবিধা হওয়ার কথা নয়। রাতুলা অরুন কে ফোনে বলেছে আর অরুন তাতে মানা করেনি। অরুন জানে রাতুলা একটু ফ্রি থাকুক, সেভাবে ওরা কোথাও কোনদিন বের হয়নি মেয়ের লেখাপড়ার জন্যে। সেই দিক থেকে অরুন এর মনে একটা ক্ষেদ আছে। তাই ও বারন করেনি।
সকালে ১০ টা নাগাদ বাড়ির দরজায় বেল বাজায়, মমতা খুলে দেয়। অরুন ভেতরে গিয়ে দেখে ওর বিছানায় পাজামা, গেঞ্জি আর জাঙ্গিয়া রাখা। ও হাসে, মমতা রেখেছে নির্ঘাত। ওর এসবে অভ্যেস নেই, সারা জীবন নিজেই নিত। আজ তাই অন্য রকম লাগে। বাথরুমে ঢুকে অবাক, খুব সুন্দর করে সাজানো বাথ্রুম, তেল, সাবান, তোয়ালে, সব-ই ওর মত করে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে মমতা ওর জন্যে খাবার টেবিলে লুচি, বেগুন ভাজা, আলুর দম আর মিষ্টি নিয়ে প্রস্তুত। ও অবাক হয়। এভাবে মমতা কে ও কোনদিন পায়নি, যা করার রাতুলাই করত। আজ সব কিছুই যেন আলাদা। চোখ তুলে দেখে মমতা কে। অবাক হয়।