21-10-2021, 02:12 PM
খোলা হাওয়াঃ
অদিতি খুব ভাল কবিতা পাঠ করে। ও এখন একা থাকে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে ওর কলেজ এর কাছেই। বাড়ীটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। সেই কাজে ওকে সাহায্য করেছে ওর কাজের বউ, কবিতা। কবিতা ওর বয়েসি তবে ওর দুটো বাচ্ছা। ওর স্বামি রিক্সা চালায়। কবিতার সাথে অদিতির বেশ ভাব হয়ে গেছে। যেহেতু অদিতি একা থাকে তাই সারাদিন কিছু ভাল ভাল কবিতা মুখস্থ করে, অনুষ্ঠান এ পাঠ করার জন্যে। সেই সুত্রে ওদের কলেজে একটা অনুষ্ঠান ওর কবিতা শুনে কলেজের ক্যাশিয়ার ওকে বলে ওদের ক্লাব এর অনুষ্ঠান এ সঞ্চালনার দায়িত্ত ও কবিতা পাঠ করার জন্যে। ও প্রথমে না না করলেও শেষে রাজি হয়। নিজেকে প্রমান করার একটা সুযোগ তো পাওয়া যাবে। শুভর সাথে এই ব্যাপারে আলোচনা করে এবং শুভ ওকে এক ই কথা বলে। পরদিন বিকালে ক্যাশিয়ার এর সাথে ক্লাব এর সেক্রেটারি আসেন, বয়স্ক মানুষ। অদিতি রাজি হয়। রবিবার এর অনুষ্ঠান, সন্ধ্যে থেকে শুরু। অদিতি একটু সাজ গোজ করে নেয় কারন বহুদিন সুযোগ পায়নি। তাছাড়া অনেক মানুষ আসছেন, নিজেকে সেই ভাবে তুলে ধরার ও একটা ব্যাপার থাকে। তারপর ঠিক ৬টার সময় ওর জন্যে গাড়ি আসে।
অদিতি খুব ভাল কবিতা পাঠ করে। ও এখন একা থাকে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে ওর কলেজ এর কাছেই। বাড়ীটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। সেই কাজে ওকে সাহায্য করেছে ওর কাজের বউ, কবিতা। কবিতা ওর বয়েসি তবে ওর দুটো বাচ্ছা। ওর স্বামি রিক্সা চালায়। কবিতার সাথে অদিতির বেশ ভাব হয়ে গেছে। যেহেতু অদিতি একা থাকে তাই সারাদিন কিছু ভাল ভাল কবিতা মুখস্থ করে, অনুষ্ঠান এ পাঠ করার জন্যে। সেই সুত্রে ওদের কলেজে একটা অনুষ্ঠান ওর কবিতা শুনে কলেজের ক্যাশিয়ার ওকে বলে ওদের ক্লাব এর অনুষ্ঠান এ সঞ্চালনার দায়িত্ত ও কবিতা পাঠ করার জন্যে। ও প্রথমে না না করলেও শেষে রাজি হয়। নিজেকে প্রমান করার একটা সুযোগ তো পাওয়া যাবে। শুভর সাথে এই ব্যাপারে আলোচনা করে এবং শুভ ওকে এক ই কথা বলে। পরদিন বিকালে ক্যাশিয়ার এর সাথে ক্লাব এর সেক্রেটারি আসেন, বয়স্ক মানুষ। অদিতি রাজি হয়। রবিবার এর অনুষ্ঠান, সন্ধ্যে থেকে শুরু। অদিতি একটু সাজ গোজ করে নেয় কারন বহুদিন সুযোগ পায়নি। তাছাড়া অনেক মানুষ আসছেন, নিজেকে সেই ভাবে তুলে ধরার ও একটা ব্যাপার থাকে। তারপর ঠিক ৬টার সময় ওর জন্যে গাড়ি আসে।