19-10-2021, 06:01 PM
কাক সন দাদার গল্পের স্পার্কই আলাদা. লেখন শৈলী সকলের বোঝার জন্য সরল হলেও বাস্তবতা দারুন ভাবে ফুটিয়ে তোলেন. আর সত্যিই তো.... কে মাথার দিব্বি দিয়েছে কঠিন কঠিন ভাষায় জ্ঞানের কথা বলতে? সহজ সরল ভাষাতেও সব লেখা যায়. বিচিত্র ভায়ার প্রশ্নে বলবো... সব গল্পে সততা অসৎ উপায় ও সামাজিক কাঠামো কে ফুটিয়ে তুলতে বেচারা একটি মেয়ে বা ছেলে চরিত্র আনার সবসময় প্রয়োজন হয়না.... কিছু ক্ষেত্রে ওই নায়ক এর প্রয়োজন হয়না... অনেক সময় ভিলেনকে দিলেও কাজ চালানো যায়... এবার জিজ্ঞেস করোনা ভিলেন আবার কে রে?