19-10-2021, 04:38 PM
(19-10-2021, 10:42 AM)Bichitravirya Wrote: পড়লাম গল্পটা.... অনেক কিছুই আছে গল্পে.... কিন্তু এখানে নায়ক কে সেটাই বোঝা গেল না। নায়ক বলতে আমি চরিত্র বোঝাচ্ছি না... সমাজ, সমাজে ঘটে যাওয়া নোংরা ঘটনা এমনকি এই লেখকের লেখা, চামেলীর বলা তার অতীত... কোনটা মুখ্য?
❤❤❤
কি জানি ভাই , বলতে পারছি না , মনে হয় নায়ক/নাইকা নাই । সমাজে নোংরা ঘটনা তো ঘটবেই ,তাই একে নায়ক/নাইকা বলা যায় না, এটা সব লেখায় এমনিতেই চলে আস এর কোন বাড়তি মহিমা নাই ,। একে সরবচ্চ পার্শ্ব চরিত্রের গুরুত্ব দেয়া যায়।
আর চামেলী তো নিজের অতীত বলেই নাই , তাই ওইটাও নায়ক/নাইকা না । চামেলী নিজের বর্তমান অবস্থা নিয়ে আলচনা করেছে ।