19-10-2021, 11:38 AM
(18-10-2021, 12:26 PM)Baban Wrote: বড়ো দুজনের হাত ধরে হাঁটা.... মনে পড়ে যায় আজও. ছোট্ট হাত দুটো নিজের হাতে নিয়ে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে, এক রাস্তা থেকে আরেক রাস্তায় নিয়ে চলে যেত তারা. আবার কখনো তো কোলে করে...... আজ ভাবলে কেমন কেমন লাগে. কি অদ্ভুত তাইনা? আজকের সেই শরীর এইটুকু ছিল একদিন..... কোলে কোলে ঘুরে বেড়ানো, শুধুই আদর আর চুমু. রিকশা করে ঘুরতে যাওয়া বাবা বা মায়ের কোলে বসে.... আর আজ.... আজ হয়তো একাই অর্ধেক জায়গা নিয়ে নেবো রিক্সার.... কোলে বসা তো স্মৃতিই আজ. সত্যিই... হামাগুড়ি ছেড়ে একটু একটু হাঁটা আর সেই হাঁটা থেকে দৌড় আর একদিন সেই দৌড় ভুলে জীবনের দৌড়..... এই নিয়ম মেনেই সবাই এগিয়ে চলি. নিয়ম পালনে এতটাই মনোযোগ দিয়ে ফেলি মাঝে মাঝে যে ছোটবেলার অনিয়ম, ভুল, দুস্টুমি এগুলো কোনো এক জায়গায় জমা হয়েই থেকে যায়. আর যদি মনেও পড়ে....... মুচকি হাসা ছাড়া আর কিছুই করার থাকেনা. ❤
#বাবান
(18-10-2021, 07:50 PM)Baban Wrote: আচ্ছা বেশ..... তাহলে হাসিয়ে দিচ্ছি....
একবার এক ডাক্তারের কাছে এক বুড়া তার নাতনির বয়সী বৌ নিয়ে এসে বললো - এইযে ডাক্তার... কি বলেছিলে? আমি বাবা হতে পারবোনা? এই দেখো হুহু বাওয়া.... আমার বৌ এক্সপেক্ট করছে..... আমি বাবা হতে চলেছি.. কিসের ডাক্তার তুমি হ্যা?
ডাক্তার মুচকি হেসে বৌটাকে দেখে বললো - শুনুন স্যার একটা গল্প বলি...... একবার এক শিকারি গেলো একাই শিকার করতে বাঘ. জঙ্গলে এদিক ওদিক ও অনেক্ষন খুঁজেও হাতে এলোনা সে. এবার ভাবলো ফিরেই যাবে... কিন্তু তখনি হালুম!!
বুড়ো - তারপরে তারপরে!!
ডাক্তার - যেই না বাঘ বেরিয়েছে... অমনি শিকারি বন্দুক তাক করতে গিয়ে দেখে সে ভুল করে ছাতা নিয়ে চলে এসেছে.....!!
বুড়ো - কি সাংঘাতিক!! তা... তারপরে?
ডাক্তার - কি আর? দরাম করে গুলি ছুড়লো আর বাঘও চিৎপটাং..
বুড়ো চমকে - এ? মানে? ছাতা দিয়ে গুলি বেরোলো? আর বাঘ মরেও গেলো?
ডাক্তার - গেলো তো.... একদম দম তারপরেই ধপাস
বুড়ো - তোমার মাথা গেছে ডাক্তার..... নিশ্চই... নিশ্চই পেছনে আরেকটা শিকারি এসেছিলো... সেই গুলি ছরে পিসন থেকে... আর ওই গুলিতে বাঘ অক্কা পায়... বুঝলে ডাক্তার? কে বানিয়েছে তোমায় ডাক্তার ?
ডাক্তার আবার হেসে বৌটাকে দেখে আবার বুড়োকে বলে - হুমমম... তা ঠিক... খুব বোকা আমি... কি বলেন ম্যাডাম?
সুন্দরী কিছু বলেনা . শুধু মুচকি হাসে
দুটোই লা-জবাব