Thread Rating:
  • 16 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Non-erotic মধ্য রাতের ফুল --- cuck son
#7
কিন্তু এটা তো পাপ হিসেবে ধরা হয় ? 

 
টাকা উপার্জন করতে পাপ করতে হয় , দুনিয়ায় হয়ত মাত্র ১০ ভাগ লোক পাইবেন যাদের উপার্জন করতে পাপ করতে হয় না , দোকানদার চুরি করে , দিন মজুর কামে ফাঁকি দেয় , মোল্লা / পুরুহিতরা মানুষ রে ভয় দেখাইয়া টেকা নেয়। পাপ কে না করে , তাই আমার টা যদি পাপ হয় তো পাপ আমার মতে আমার টা পাপ না , আমি ইমানদারির সাথে কাম করি , পয়সা উসুল করে দেই  
 
কিন্তু আরও কাজ থাকতে তুমি এটা বেছে নিলে কেনো , অন্য উপায়ে কি টাকা কামানো যায় না  
 
যায় , জাইবো না ক্যান ? কিন্তু সব যায়গায় আপনের কামের লগে ফ্রিতে শরীর দিতে হয় , আমি অন্তত এমন কোন জায়গা পাইনাই যেইখানে কেউ কোন না কোন ভাবে আমার শরীর থাইকা আনন্দ নেয় নাই তাই চিন্তা করসি , শরীর যদি দিতেই হয় তাইলে ফ্রি দিমু ক্যান ? 
 
আচ্ছা কেউ যদি তোমাকে অন্য কাজ দেয় , যেখানে তোমাকে ফ্রি তে শরীর দিতে হবে না তখন কি তুমি এই কাজ ছেড়ে দেবে। ছেলেটি প্রশ্ন করে , অনেক্ষন যাবত এই অশিক্ষিত পতিতার কাছে নিজেকে ওর জব্দ মনে হচ্ছিলো , এবার মনে হচ্ছে ভালো একটা প্রশ্ন করতে পেরেছে নিজেকে এখন আর এই পতিতার কাছে পরাজিত মনে হচ্ছে না অবশ্য সেই সাথে এটাও ইচ্ছে হচ্ছে যে মেয়েটি জেনো একটা ভালো উত্তর দিতে পারে  
 
কিছুক্ষন ভাবল চামেলী তারপর বলল না , আমার এই কাজ ভালো  
 
কেনো ? তুমি কি চাও না তোমার স্বাভাবিক জীবন হোক , ছেলে সন্তান হোক সংসার হোক  
 
চাই , চাইবো না ক্যান , কিন্তু কেউ আমার সাথে সংসার করতে চাইলে এইভাবেই করতে হবে , 
 
কিন্তু তোমার স্বামী কি তোমাকে পতিতা বৃত্তি করতে দেবে ?
 
না চাইলে করমু না , কিন্তু আমারে আগে বুঝাইতে হইবো ক্যান করমু না ? যদি আমারে বুঝাইতে পারে আমি করমু না আর সেই সাথে আমার সব চাহিদা পুরন করতে হবে ? যদি পারে আমার আর কাম করারে দরকার কি ? 
 
কিন্তু দেখে মনে হচ্ছে তোমাকে বঝানো সম্ভব হবে না চামেলী , একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ছেলেটি 
 
ক্যান আপনি কি বুঝাইতে চান ? ভ্রূ নাচিয়ে জিজ্ঞাস করে চামেলী  
 
ছেলেটি কিছুক্ষন চামেলীর দিকে তাকিয়ে থাকে , তারপর মুচকি হেঁসে বলে নাহ , আমি লেখক মানুষ , এসব  আমার দ্বারা হবেনা আমার সঙ্গি আমার গল্প কবিতা , 
 
ক্যান আপনের সংসার , ছেলে মেয়ে চাই না ? 
 
এবার থতমত খেয়ে যায় লেখক সাহেব , উত্তর খুজে পায় না  
আপনের টাইম শেষ , দেন এক হাজার ? 
 
এক হাজার , কথা তো হয়েছিলো চারশো !!!!!!!!!!!! হা করে তাকিয়ে থাকে ছেলেটি 
 
চারশো কথা হইসিলো কামের জন্য , এই যে প্যাঁচাল পাড়লাম , এর জন্য বাড়তি চার্জ দেন এক হাজার 
 
এতো টাকা নাই আমার কাছে , 
 
কত আছে ? 
 
পাঁচশো 
 
দেখি মানিবেগ দেন ? 
 
ছেলেটির বিশ্বাস হতে চাইছে না , 
 
আমি চিৎকার দিলে কিন্তু পুলিশ আইবো আর ভাদাইম্মা  পোলাপান আইবো , তহন হয় থানায় জাইতে হইবো নাইলে মাইর খাইতে হইবো , লগে টাকাও যাইব  
 
নিজের মানিব্যাগ বাড়িয়ে দেয় ছেলেটি , 
 
মিছা কথা কন ক্যান ? ছয়শ উনত্রিশ টাকা আছে , নেন উনত্রিশ টেকা রাইখা দিলাম , আপনের গাড়ি ভাড়া 
 
এই বলে চামেলী হেঁটে চলে গেলো, আর লেখক ছেলেটি সেদিকে হা করে তাকিয়ে রইল  
Like Reply


Messages In This Thread
RE: মধ্য রাতের ফুল --- cuck son - by ddey333 - 18-10-2021, 03:09 PM



Users browsing this thread: