18-10-2021, 02:35 PM
(18-10-2021, 12:26 PM)Baban Wrote: বড়ো দুজনের হাত ধরে হাঁটা.... মনে পড়ে যায় আজও. ছোট্ট হাত দুটো নিজের হাতে নিয়ে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে, এক রাস্তা থেকে আরেক রাস্তায় নিয়ে চলে যেত তারা. আবার কখনো তো কোলে করে...... আজ ভাবলে কেমন কেমন লাগে. কি অদ্ভুত তাইনা? আজকের সেই শরীর এইটুকু ছিল একদিন..... কোলে কোলে ঘুরে বেড়ানো, শুধুই আদর আর চুমু. রিকশা করে ঘুরতে যাওয়া বাবা বা মায়ের কোলে বসে.... আর আজ.... আজ হয়তো একাই অর্ধেক জায়গা নিয়ে নেবো রিক্সার.... কোলে বসা তো স্মৃতিই আজ. সত্যিই... হামাগুড়ি ছেড়ে একটু একটু হাঁটা আর সেই হাঁটা থেকে দৌড় আর একদিন সেই দৌড় ভুলে জীবনের দৌড়..... এই নিয়ম মেনেই সবাই এগিয়ে চলি. নিয়ম পালনে এতটাই মনোযোগ দিয়ে ফেলি মাঝে মাঝে যে ছোটবেলার অনিয়ম, ভুল, দুস্টুমি এগুলো কোনো এক জায়গায় জমা হয়েই থেকে যায়. আর যদি মনেও পড়ে....... মুচকি হাসা ছাড়া আর কিছুই করার থাকেনা. ❤
#বাবান
কাঁদিয়ে দিলেন মশাই
❤❤❤