17-10-2021, 07:44 PM
(17-10-2021, 05:28 PM)Bichitravirya Wrote: তোমার ভাষাতেই উত্তর দিই... আমি বড্ড গরীব মানুষ... সপ্তাহে একবারই মাংস কেনার ক্ষমতা আছে।
এবার গল্পের চরিত্র, প্লট, নিয়ে কিছু বলো। শুনি একটু... আমার অঢেল সময়
❤❤❤
ছোট্ট এ জীবনে অনেক গল্পই তো পড়লাম।প্রথমে মূলধারার লেখকদের গল্প পড়লেও যৌবনের তাড়নায় আর বন্ধুদের কল্যাণে চটি পড়া শুরু করলাম।তারপর চটির জন্যই এ ফোরামে যোগদান করা।হঠাৎ করেই তোমার গল্পটি পেলাম গল্পের শুরুতে তোমার ভূমিকা পড়ে কৌতূহলী হয়ে গল্প পড়া শুরু করলাম।তারপর...
তারপর সারাটা সপ্তাহ অপেক্ষায় থাকি আপডেটের জন্য।প্রায় প্রতিদিনই একবার করে দেখি নতুন কোনো আপডেট এলো কিনা(যদিও জানি রবিবারের আগে আপডেট আসবে না তারপর যদি ভুলে আপডেট করে ফেলো তাই দেখতে আসি )।এখন একমাত্র কামদেব দাদার"ছাইচাপা আগুন" আর তোমার গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।
আর প্লট ও চরিত্র তো মনে হয় একেবারে নিজের গল্পই তোমার মুখে শুনছি।যদিও আমার জীবনের সূচি বয়সে আমার বড় নয় বা আমাদের সম্পর্কটা পরিণতি পায়নি কিন্তু আমি মনে প্রাণে চাই গল্পের আকাশ যেন সফল হয়।
সৃষ্টিকর্তা যেন তোমায় সুস্থ রাখে আর তুমি আমাদের নিয়মিত আকাশ-সূচির জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা বলে যাও