16-10-2021, 06:36 PM
শ্রীপর্ণা
শ্রীপর্ণা খুব একটা বেশি ঘুমোয় না , কিন্তু আজকে একটু বেশীই ঘুমিয়ে পড়েছিল । ঘুম ভাঙ্গে ফোনের টুংটাং শব্দে । অভিজিতের ফোন । বেশ বিরক্ত হয় ও । দিনে অন্তত একবার ফোন করবেই ও । কি দরকার ফোন করার সবসময় ।
“ হ্যালো!”, বেশ বিরক্তি মাখানো গলাতেই ও ফোনটা ধরে ।
“ কি রে এখনও ঘুমচ্ছিস নাকি!”, মাথাটা গরম হয়ে যায় ওর এই কথা শুনে । ও ঘুমোবে , তাতে অভিজিতের কি!
“ হ্যাঁ”, বেশি উত্তর দেয় না ও ।
“ শোন কালকে মিটিং এর জন্য কিছু ফাইল রেডি করতে হবে”
“ হ্যাঁ আমি জানি”, শ্রীপর্ণার বিরক্তি আরও বেড়ে যায় , অভিজিৎ কি কোনও কাজের ছুতো খোঁজে ওর সঙ্গে কথা বলার জন্য । “ আমি রাখছি পরে কথা বলব”, বলে ফোন টা ছেড়ে দেয় ও ।
অভিজিৎ বুঝতে পারে না হটাৎ এই ফোন কেটে দেওয়ার কারণ । ফোনটা রেখে দিয়ে ও সাতপাঁচ ভাবতে বসে কি হল শ্রীপর্ণার । এমনটা করে না তো সাধারণত ও । আজকে ছুটির দিন , সারা দিন ওর সঙ্গে দেখা হবে না । তাই ভেবেই মনটা আনচান করে ওঠে ওর । ওকে দিনে অন্তত একবার না দেখলে কষ্ট হয় ওর ।
এদিকে শ্রীপর্ণার মন একবারে ভালো নেই । গতকাল ফেরার সময় অরিন্দমের সাথে দেখা হয়েছিল । ওর পুরনো ভালোবাসা । খুব ভালবাসত ওকে । অরিন্দমের কোনও খামতি ছিল না ওকে ভালোবাসার । কিন্তু বাধ সাধল শ্রীপর্ণার পরিবার । অরিন্দমদের স্ট্যাটাস ওদের স্ট্যাটাস থেকে নিচে । আর তাছাড়া অরিন্দমের ইনকামও কম ছিল সেইসময় । শ্রীপর্ণার বাবার তীব্র অমত ছিল এই সম্পর্কে । কিন্তু কাল যখন দেখা হল , কি ভাল লেগেছিল শ্রীপর্ণার । অরিন্দমও খুব খুশি । এখন একটা ভাল চাকরি করছে । মাইনে পত্র ভাল । ওরা একসঙ্গে অনেকক্ষণ কাঁটাল । পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছিল শ্রীপর্ণার । সেই কলেজ থেকে আলাপ । তারপর প্রেম , কলেজের ক্লাস বাঙ্ক করে প্রেম করা । এখন মনে পড়লে যেন রূপকথার গল্প লাগে ।
গতকাল সন্ধেবেলায় ওর সঙ্গে দেখা হয় । সারাটা সন্ধ্যাবেলা ওর সাথে কাটিয়েছে শ্রীপর্ণা । মনে হচ্ছিল আগের দিনগুলো আবার ফিরে পেয়েছে ও । ওর ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে গেছিল ওকে অরিন্দম । দিয়ে সেই আগের মত রুটি আর তরকা অর্ডার দেওয়া । রুটি তরকা কোনদিনই ভাল লাগেনি শ্রীপর্ণার , কিন্তু কাল যেন তা ছিল অমৃত । কলেজ লাইফে অরিন্দম নিজের পকেট মানি আর ওর চাকরির যৎসামান্য ইনকাম থেকে খাওয়াত শ্রীপর্ণা কে ।
অরিন্দম চিকেন কষা অর্ডার দিতে গেছিল , চিকেন শ্রীপর্ণার ফেভারিট । শ্রীপর্ণই বারণ করে ওকে । সেই আগেকার মুহূর্ত গুলোকে রেলিশ করতে চেয়েছিল ও । পারেনি । আনন্দের থেকে যন্ত্রণার কথাই বেশি মনে পড়ছিল । তবুও ও খুশি ছিল , অনিন্দমের সঙ্গে দেখা হয়েছে এটাই অনেক কথা । অনিন্দম ওর হাতে হাত রাখে । বারণ করেনি ও । একটু হলেও ভালো লাগে । রেস্তরাঁ তেই অনেকক্ষণ কেটে যায় । অরিন্দম চায় আবার আগের মত হয়ে যাক সব । এখন আর কোনও ভয় নেই , ও ভাল চাকরি করছে , শ্রীপর্ণাকে সুখে রাখতে পারবে । রাজি হয়নি শ্রীপর্ণা ।
অরিন্দম বার বার করে কারণ জানতে চাওয়া সত্ত্বেও শ্রীপর্ণা কিছু বলেনি । কস্ত হচ্ছিল তবুও মুখ চেপে বুক চেপে রইল । রেস্তরাঁ থেকে ওরা যখন বেরোল তখন প্রায় রাত আটটা বেজে গেছে । অরিন্দম কে বিফল মনোরথে ফিরিয়ে ও বারবার মনে মনে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিল ‘ আমাকে মাপ করে দিয়ো অরিন্দম , আমাকে মাপ করে দিয়ো ’। ও কিকরে বোঝাবে আগের সেই ভালোবাসা ভেঙ্গে যাওয়ার পর ওর হৃদয়টাই মরে গেছে । এখন ওর আর এসব কিছুই ভাল লাগে না । রাত্রি বেলা অনেক রাত অব্ধি ঘুম আসেনি ওর , মাঝে মধ্যে দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে । তাই সকাল সাতটায় যখন অভিজিতের ফোন এলো তখন কাঁচা ঘুম ভেঙ্গে যাওয়ায় বেশ বিরক্ত বোধ করছিল ও । একবার মনে করেছিল ফোনটা ধরবে না , তবুও কি ভেবে ধরল । ধরেই সেই একই গলা , যা রোজ ওকে ফোন করে । বিরক্ত লাগছিল প্রচণ্ড ।
ফোনটা রেখে দিয়ে আরেকবার ঘুমের জগতে পারি দেওয়ার চেষ্টা করল ও । পারলো না । কিছুতেই ঘুম এলো না । শেষে উঠে পরে ঠিক করল চানটাই করে নেবে । আজকে মায়ের সাথে পুজো দিতে যেতে হবে । এখন ও অনেকটাই বাবা মায়ের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়েছে । আগে এতটা ছিল না । নিজের মনটা ভেঙ্গে যাওয়ার পর এমন হয়েছে ওর । বাবা মা যা সিদ্ধান্ত নেয় , তাই ও মেনে নেয় । আর দেখেওছে যে তাতে ওর বন্ধু খুশি আছে । বাবা মায়ের পছন্দ করা ছেলে দেখে শুনে বিয়ে করে এখন খুব সুখে ঘর করছে । ‘ ধুর আমার ভাগ্যে যা হওয়ার তাই হবে , এসব নিয়ে চিন্তা করতে আর ভাল লাগে না!’ , এই ভাবতে ভাবতে ও বাথরুমে ঢুকল একটা টাওয়েল নিয়ে ।
বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে নিজের ম্যাক্সির বোতাম গুলো খুলে ফেলে , বস্ত্রের আচ্ছাদন থেকে নিজেকে মুক্ত করল । ম্যাক্সি টা তলায় পরে থাকলো । নিজের দিকে তাকায় ও । প্রকৃতি ওকে সুন্দরী করেছে । এত সুন্দর করে সাজিয়েছে ওকে ! নিজের বুকের দিকে চোখ যায় ওর । দুধে আলতা চামড়ার উপর ঘন লালের খেলা । কি সুন্দর লাগছে দেখতে ! যেন মনে হয় স্বর্গের অপ্সরা ধরণী নে অবতরণ করেছে নিজের সৌন্দর্য বিকিরণ করছে । কুসুম কোমল সেই সুন্দর স্তনে কোনও পুরুষের স্পর্শ পেয়েছে?
হাতটা আরও নিচে নেমে যায় । শূন্য সেই গহ্বর শুষ্ক । চোখ দিয়ে জল পড়ে শ্রীপর্ণার । কেউ কি ওকে ভালবেসেছে? ও কি কাউকে ভালবেসেছে? শাওয়ার খুলে দেয় ও । শাওয়ারের শীতল জলের সাথে চোখের উষ্ণ জল মিশে যায় । শ্রীপর্ণা দাঁড়িয়ে থাকে ।
*******************
শ্রীপর্ণা খুব একটা বেশি ঘুমোয় না , কিন্তু আজকে একটু বেশীই ঘুমিয়ে পড়েছিল । ঘুম ভাঙ্গে ফোনের টুংটাং শব্দে । অভিজিতের ফোন । বেশ বিরক্ত হয় ও । দিনে অন্তত একবার ফোন করবেই ও । কি দরকার ফোন করার সবসময় ।
“ হ্যালো!”, বেশ বিরক্তি মাখানো গলাতেই ও ফোনটা ধরে ।
“ কি রে এখনও ঘুমচ্ছিস নাকি!”, মাথাটা গরম হয়ে যায় ওর এই কথা শুনে । ও ঘুমোবে , তাতে অভিজিতের কি!
“ হ্যাঁ”, বেশি উত্তর দেয় না ও ।
“ শোন কালকে মিটিং এর জন্য কিছু ফাইল রেডি করতে হবে”
“ হ্যাঁ আমি জানি”, শ্রীপর্ণার বিরক্তি আরও বেড়ে যায় , অভিজিৎ কি কোনও কাজের ছুতো খোঁজে ওর সঙ্গে কথা বলার জন্য । “ আমি রাখছি পরে কথা বলব”, বলে ফোন টা ছেড়ে দেয় ও ।
অভিজিৎ বুঝতে পারে না হটাৎ এই ফোন কেটে দেওয়ার কারণ । ফোনটা রেখে দিয়ে ও সাতপাঁচ ভাবতে বসে কি হল শ্রীপর্ণার । এমনটা করে না তো সাধারণত ও । আজকে ছুটির দিন , সারা দিন ওর সঙ্গে দেখা হবে না । তাই ভেবেই মনটা আনচান করে ওঠে ওর । ওকে দিনে অন্তত একবার না দেখলে কষ্ট হয় ওর ।
এদিকে শ্রীপর্ণার মন একবারে ভালো নেই । গতকাল ফেরার সময় অরিন্দমের সাথে দেখা হয়েছিল । ওর পুরনো ভালোবাসা । খুব ভালবাসত ওকে । অরিন্দমের কোনও খামতি ছিল না ওকে ভালোবাসার । কিন্তু বাধ সাধল শ্রীপর্ণার পরিবার । অরিন্দমদের স্ট্যাটাস ওদের স্ট্যাটাস থেকে নিচে । আর তাছাড়া অরিন্দমের ইনকামও কম ছিল সেইসময় । শ্রীপর্ণার বাবার তীব্র অমত ছিল এই সম্পর্কে । কিন্তু কাল যখন দেখা হল , কি ভাল লেগেছিল শ্রীপর্ণার । অরিন্দমও খুব খুশি । এখন একটা ভাল চাকরি করছে । মাইনে পত্র ভাল । ওরা একসঙ্গে অনেকক্ষণ কাঁটাল । পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছিল শ্রীপর্ণার । সেই কলেজ থেকে আলাপ । তারপর প্রেম , কলেজের ক্লাস বাঙ্ক করে প্রেম করা । এখন মনে পড়লে যেন রূপকথার গল্প লাগে ।
গতকাল সন্ধেবেলায় ওর সঙ্গে দেখা হয় । সারাটা সন্ধ্যাবেলা ওর সাথে কাটিয়েছে শ্রীপর্ণা । মনে হচ্ছিল আগের দিনগুলো আবার ফিরে পেয়েছে ও । ওর ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে গেছিল ওকে অরিন্দম । দিয়ে সেই আগের মত রুটি আর তরকা অর্ডার দেওয়া । রুটি তরকা কোনদিনই ভাল লাগেনি শ্রীপর্ণার , কিন্তু কাল যেন তা ছিল অমৃত । কলেজ লাইফে অরিন্দম নিজের পকেট মানি আর ওর চাকরির যৎসামান্য ইনকাম থেকে খাওয়াত শ্রীপর্ণা কে ।
অরিন্দম চিকেন কষা অর্ডার দিতে গেছিল , চিকেন শ্রীপর্ণার ফেভারিট । শ্রীপর্ণই বারণ করে ওকে । সেই আগেকার মুহূর্ত গুলোকে রেলিশ করতে চেয়েছিল ও । পারেনি । আনন্দের থেকে যন্ত্রণার কথাই বেশি মনে পড়ছিল । তবুও ও খুশি ছিল , অনিন্দমের সঙ্গে দেখা হয়েছে এটাই অনেক কথা । অনিন্দম ওর হাতে হাত রাখে । বারণ করেনি ও । একটু হলেও ভালো লাগে । রেস্তরাঁ তেই অনেকক্ষণ কেটে যায় । অরিন্দম চায় আবার আগের মত হয়ে যাক সব । এখন আর কোনও ভয় নেই , ও ভাল চাকরি করছে , শ্রীপর্ণাকে সুখে রাখতে পারবে । রাজি হয়নি শ্রীপর্ণা ।
অরিন্দম বার বার করে কারণ জানতে চাওয়া সত্ত্বেও শ্রীপর্ণা কিছু বলেনি । কস্ত হচ্ছিল তবুও মুখ চেপে বুক চেপে রইল । রেস্তরাঁ থেকে ওরা যখন বেরোল তখন প্রায় রাত আটটা বেজে গেছে । অরিন্দম কে বিফল মনোরথে ফিরিয়ে ও বারবার মনে মনে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিল ‘ আমাকে মাপ করে দিয়ো অরিন্দম , আমাকে মাপ করে দিয়ো ’। ও কিকরে বোঝাবে আগের সেই ভালোবাসা ভেঙ্গে যাওয়ার পর ওর হৃদয়টাই মরে গেছে । এখন ওর আর এসব কিছুই ভাল লাগে না । রাত্রি বেলা অনেক রাত অব্ধি ঘুম আসেনি ওর , মাঝে মধ্যে দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে । তাই সকাল সাতটায় যখন অভিজিতের ফোন এলো তখন কাঁচা ঘুম ভেঙ্গে যাওয়ায় বেশ বিরক্ত বোধ করছিল ও । একবার মনে করেছিল ফোনটা ধরবে না , তবুও কি ভেবে ধরল । ধরেই সেই একই গলা , যা রোজ ওকে ফোন করে । বিরক্ত লাগছিল প্রচণ্ড ।
ফোনটা রেখে দিয়ে আরেকবার ঘুমের জগতে পারি দেওয়ার চেষ্টা করল ও । পারলো না । কিছুতেই ঘুম এলো না । শেষে উঠে পরে ঠিক করল চানটাই করে নেবে । আজকে মায়ের সাথে পুজো দিতে যেতে হবে । এখন ও অনেকটাই বাবা মায়ের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়েছে । আগে এতটা ছিল না । নিজের মনটা ভেঙ্গে যাওয়ার পর এমন হয়েছে ওর । বাবা মা যা সিদ্ধান্ত নেয় , তাই ও মেনে নেয় । আর দেখেওছে যে তাতে ওর বন্ধু খুশি আছে । বাবা মায়ের পছন্দ করা ছেলে দেখে শুনে বিয়ে করে এখন খুব সুখে ঘর করছে । ‘ ধুর আমার ভাগ্যে যা হওয়ার তাই হবে , এসব নিয়ে চিন্তা করতে আর ভাল লাগে না!’ , এই ভাবতে ভাবতে ও বাথরুমে ঢুকল একটা টাওয়েল নিয়ে ।
বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে নিজের ম্যাক্সির বোতাম গুলো খুলে ফেলে , বস্ত্রের আচ্ছাদন থেকে নিজেকে মুক্ত করল । ম্যাক্সি টা তলায় পরে থাকলো । নিজের দিকে তাকায় ও । প্রকৃতি ওকে সুন্দরী করেছে । এত সুন্দর করে সাজিয়েছে ওকে ! নিজের বুকের দিকে চোখ যায় ওর । দুধে আলতা চামড়ার উপর ঘন লালের খেলা । কি সুন্দর লাগছে দেখতে ! যেন মনে হয় স্বর্গের অপ্সরা ধরণী নে অবতরণ করেছে নিজের সৌন্দর্য বিকিরণ করছে । কুসুম কোমল সেই সুন্দর স্তনে কোনও পুরুষের স্পর্শ পেয়েছে?
হাতটা আরও নিচে নেমে যায় । শূন্য সেই গহ্বর শুষ্ক । চোখ দিয়ে জল পড়ে শ্রীপর্ণার । কেউ কি ওকে ভালবেসেছে? ও কি কাউকে ভালবেসেছে? শাওয়ার খুলে দেয় ও । শাওয়ারের শীতল জলের সাথে চোখের উষ্ণ জল মিশে যায় । শ্রীপর্ণা দাঁড়িয়ে থাকে ।
*******************