Thread Rating:
  • 14 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ভালোবাসা কারে কয় ? --- domis
#4
তৃতীয় পর্ব ---- অভিজিৎ


অভিজিৎ এখন ডায়েট কন্ট্রোল করতে শুরু করেছে , একটু মাইল্ড এক্সসারসাইসও করছে , নিজের ওয়েট কমাবে, শ্রীপর্ণার কাছে আকর্ষণীয় করে তুলবে নিজেকে শ্রীপর্ণা কে ওর খুব ভাল লাগে ওকে ছাড়া বাঁচতে পারবে না মনে মনে রোজ প্রার্থনা করেযদি ভগবান বলে কেউ থাকে , যদি ভাগ্য বলে কিছু থাকে , তাহলে শ্রীপর্ণা কে যেন আমার করে দেয়! আমার!’ এখন স্বপ্নেও প্রায় ওকে দেখে অভিজিৎ অশালীন কিছু নয় , ওরা দুজনে বসে আছে , গল্প করছে গল্প করতে করতে একদিন শ্রীপর্ণা ওর কাঁধে মাথা হেলিয়ে দিয়েছে শ্রীপর্ণা কে নিজের মনের কথা বলতে যাবে... ঠিক তখনই স্বপ্নটা ভেঙ্গে যায় ওর কোনদিনই বলা হয়ে ওঠে না কষ্ট হয় , কিন্তু ভালোও লাগে , বাস্তবে যেমন ওর কাছে ছিল , তেমনি স্বপ্নতেও তো আছে ভেঙ্গে যাক না স্বপ্ন , একদিন না একদিন তো বলবে ওকে নিজের মনের কথা


শ্রীপর্ণার চোখদুটো এতো ভাল লাগে অভিজিতের ! হাজার বার ভেবেও বার করতে পারেনি কি এমন জাদু আছে ওই সজল নয়ন দুটির মধ্যে ওর চোখের দিকে তাকালেই কেমন যেন করে ওঠে ওর ভেতর টা , কেমন এক আনমনা ভাব , কথায় আছে , কি করছে সব কিছুই ভুলে যায় , কি স্বপ্নে কি বাস্তবে ওর সঙ্গে গল্প করতে করতে কি করে যে সময় কেটে যায় তা নিজেই বুঝতে পারে না অভিজিৎ অভিজিৎ বলতে গিয়েও বলতে পারে না , কি যেন ওকে আটকে রেখেছে স্বপ্নের মধ্যে কিন্তু শ্রীপর্ণা এমন ভাবে ওর দিকে চায় যেন জানে ওর মনের মধ্যে কি আছে কিন্তু বাস্তবে তা হয়নি এখনও সবে তো তিন মাসের আলাপ , এইটুকু সময়ের মধ্যে কি এসব বলা যায় নাকি ‘, নিজেকে স্তোতবাক্য দিয়ে সান্ত্বনা দেয়


একদিন তো দেখে শ্রীপর্ণার বিয়ে , তা দেখে হুহু করে কেঁদে ফেলেছিল ঘুম ভেঙ্গে যায় , উঠে বসে সবে ভোর হতে শুরু করেছে , পাখিদের কলকলি এখনও ওর বাড়ির দোতলা থেকে শুনতে পায় নিজের চোখের কাছে হাত রেখে অনুভব করে ভেজা মনটা ভীষণ অশান্ত হয়ে রয়েছে না আজকেই ওকে বলতে হবে! আজকেই বলতে হবে যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ , আজকে আমি বলবই!’ , নিজের মনের কাছে প্রতিজ্ঞা করে আর শোয়নি , চোখে মুখে জল দিয়ে উঠে পড়ে সেদিন ছুটির দিন , শ্রীপর্ণা আজ শপিং করতে যাবে অভিজিৎ ওর সঙ্গে যাবে তখনই বলব!’ , মনে মনে আরেকবার প্রতিজ্ঞা করে


স্ট্রবেরি ফ্লেভার টা আমার দারুণ লাগে জানিস তো!”, আইসক্রিমের উপর একটা কামড় বসিয়ে মন্তব্য করে শ্রীপর্ণা শপিং শেষ , এখন আইসক্রিম পার্লারে ঢুকে গরমের হাঁফ থেকে কিছুটা বেঁচেছে নিজের কাছে করা প্রতিজ্ঞা ধরে রাখতে পারেনি অভিজিৎ কোনভাবেই ওর সামনে ওই তিনটে শব্দ উচ্চারণ করতে পারেনি অনেক চেষ্টা করেছে , কিন্তু পারেনি শেষে হাল ছেড়ে দিয়েছে নিজের মনকে বুঝিয়েছেআর কিছুদিন যাক , এতো তাড়াহুড়ো করা ঠিক হবে না!’


হ্যাঁ , আমারও খুব ভালো লাগে রে!” , অভিজিৎ সায় দেয় এমন নয় যে শ্রীপর্ণার কথায় সায় দেওয়ার জন্য বলল , ওরও সত্যি খুব ভাল লাগে স্ট্রবেরি ফ্লেভার টা আর এটাই ওর আশ্চর্য লাগে , শুধু ফ্লেভারেই নয় , কেনাকাটা , জীবনের দৈনন্দিন প্রয়োজন থেকে শুরু করে জীবনের প্রতি অঙ্গে ব্যাবহৃত জিনিষ , প্রায় সবকিছুতেই ওর আর শ্রীপর্ণার পছন্দ অপছন্দে অনেক মিল আছে অন্তত অভিজিৎ তাই মনে করে কেন বুঝতে পারে না ! ‘ এইজন্যই কি আমি আকর্ষণ বোধ করি ওর প্রতি?!’ , নিজেকে প্রশ্ন করেও কোনও সঠিক উত্তর পায়নি


ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে শ্রীপর্ণা ওকে বাড়িতে আসতে বলে না ওও কিছু শ্রীপর্ণা কে বলে না মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে!’ , শ্রীপর্ণা কে টাটা করে অটোয় ওঠে ওর মনে তখন শুধু শ্রীপর্ণার চিন্তা এত ভাল কখনও লাগেনি ওর , এত ভালো কখনও বাসেনি কাউকে মনটা ভীষণ হালকা লাগে ওর সেদিন রাতেই প্রথম চুম্বন করে ওর প্রেমিকাকে , ওর স্বপ্নে , যদিও স্বপ্ন তবুও তার মিষ্টতার রেশ সারা শরীরে রয়ে যায়
Like Reply


Messages In This Thread
RE: ভালোবাসা কারে কয় ? --- domis - by ddey333 - 16-10-2021, 08:32 AM



Users browsing this thread: 1 Guest(s)