16-10-2021, 08:17 AM
ভালোবাসা কারে কয় ?
প্রথম পর্ব
“ আজকের দুনিয়ায় ভালোবাসার কোনও দাম নেই!”
“ অভি আমি তোর সঙ্গে একমত নই । ভালোবাসা খুঁজলে ঠিক পাওয়া যাবে!”
“ পর্ণা তোর জীবনে এরকম ঘটে যাওয়ার পরও তুই এরকম বলছিস?”
“ হ্যাঁ , আমি আশাবাদী অভি । একদিন আমার মনের রাজকুমার হটাৎ আমার সামনে এসে দাঁড়াবে”
‘ পর্ণা তোর রাজকুমার তো তোর সামনেই বসে আছে’ , মনে মনে বলে অভিজিৎ , কিন্তু মুখে বলে “ তোর এরকম মনে হয় কেন রে?”
“ এমনিই মনে হয়”, হাঁসি হাঁসি মুখে তাকায় শ্রীপর্ণা অভিজিতের দিকে । পর্ণার এই মিষ্টি হাঁসিটা খুব ভাল লাগে ওর । মনে হয় এর থেকে ভাল কোনও বস্তু আর দুনিয়ায় নেই । কিন্তু ওকে মনের কথা এখনও বলে উঠতে পারেনি অভিজিৎ ।
অভিজিৎ আর শ্রীপর্ণা কাজ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে । কর্মসূত্রে দুজনেই পাশাপাশি ডেস্কে বসে । শ্রীপর্ণার সঙ্গে আলাপ ট্রেনিং চলাকালীন । শ্রীপর্ণা কে দেখতে মোটামুটি সুন্দরী , শরীরের গঠন স্লিমের উপর , সবকিছুই সামঞ্জস্যপূর্ণ । তবে অভিজিতের সেদিকে খেয়াল নেই , যবে থেকে শ্রীপর্ণা কে দেখেছে সেদিন থেকেই ওর মনে ঢেউ খেলতে শুরু করেছে , কামের ঢেউ নয় , প্রেমের ঢেউ । শ্রীপর্ণা কে দেখতে সুন্দরী হলেও ওর শরীরের অন্য কোনও অঙ্গের দিকে ওর চোখই যায় না , ওর মুখের দিকেই তাকিয়ে থাকে যেনও ওই কাজল কালো সুন্দর দুটি নয়নের মাঝে নিজের সত্তা কে অনুভব করে ও ।
অভিজিৎ কিন্তু একটু মোটার দিকে ধাত । খুব বেশি না হলেও কোমরের সাইজ চল্লিশের উপর । নিজেকে মেন্টেন করার সেরকম কোনদিনই চেষ্টা করেনি , করার অনুপ্রেরণাও ছিল না । কিন্তু শ্রীপর্ণা কে দেখে ওরও নিজের শরীরের প্রতি নজর গেছে । নিজেকে ঢেলে সাজাতে হবে , ওর সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে । অভিজিৎ একটা মধ্যবিত্ত সংসার থেকে এসেছে , বাবার ছোটখাটো একটা ব্যাবসা , ছেলের পিছনে খুব বেশি খরচা না করতে পারলেও , ছেলেকে মানুষ করেছেন । অভিজিতও জানে সেসব । বাবাকে কোনদিনও খুব প্রেশার দেয়নি কিছু দেওয়ার জন্য ।
অন্যদিকে শ্রীপর্ণা উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে । বাবার বড় বিজনেস , কিন্তু বাবা চান মেয়ে নিজের পায়ে দাঁড়াক । সেইজন্য এই চাকরি । ওদের মাঝে মাঝেই পার্টি এটা সেটা লেগেই আছে । সেসব পার্টি তে ড্রেস টাও একটু মডার্ন ড্রেস পড়তে হয় । তবে অফিসে আসে একবারে সাদামাটা ড্রেস পড়ে , যেনও এক সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে । অভিজিতের ওর এই সিম্পেল ড্রেস করা খুব পছন্দের । ওই কোম্পানি এমন অনেক মেয়েই আছে যাদের চলন বলন , কথা বার্তা সবই সাধারণ ছাপোষা ঘরের মেয়েদের ছাড়িয়ে যায় । সেইসব মেয়দের কে আভয়েড করে ও ।
শ্রীপর্ণা অন্য সকলের সাথেই মেশে , সকলের সাথেই কথা বলে । ও সুন্দরী বলে অনেকেই ওর সাথে কথা বলতে চায় । সেটা অনুভব করে ও । কিন্তু অভিজিতের সঙ্গে বেশি থাকে ও । দুজনেই দুজনের সাহচর্য পছন্দ করে । তবে অফিসের অনেক মাথাই এটা পছন্দ করে না । শ্রীপর্ণার উপর অনেকেরই নজর আছে । ওর অফিসে ঢোকা মাত্রই ওকে খেলিয়ে তোলার জন্য অনেক মাথাই প্ল্যান আটতে শুরু করেছে । তাদের মধ্যে একজন হল রাজীব শুক্লা আর অন্য জন হল সুমন অধিকারী । দুজনেই এডমিনিস্ট্রেটিভ পসিসনে বসে আছে । সুমন অধিকারী রাজীব শুক্লার থেকে একটু নিচে , কিন্তু দুজনেই লালসা ভরা চোখ নিয়ে দেখে শ্রীপর্ণাকে । শ্রীপর্ণার শরীরের সৌন্দর্যে সাঙ্ঘাতিক আকর্ষণ বোধ করে ওরা । ওরা নিজেদের খেলা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ।
শ্রীপর্ণা নতুন জয়েন করেছে , তবুও তো ও মেয়ে । ও শুনেছে এরকম সুন্দরী মেয়েদের সঙ্গে ফষ্টিনষ্টি করার খেলা । সেই মেয়েরা প্রমোসানের লোভে বসেদের কাছে সবকিছু বিলিয়ে দেয় । এমন নয় যে ওরা বিতাড়িত , প্রমোসান টাকা সব কিছুই হয় । আবার সুখও হয় । রাজীব , সুমনদের মতো লোকেরা যথেষ্ট পাকা খেলোয়াড় । তাই সবকিছুই পেলে ক্ষতি কি! বিবাহিত হলেও বা অবিবাহিতদের বয়ফ্রেন্ড থাকলেও অফিসে ওই মেয়েরা কি করে তাদের পার্টনাররা জানে না । রাধিকা পাল বলে এমন একটা মেয়ের কথা শুনেছে শ্রীপর্ণা । কতটা সত্যি জানে না । তবে শুনেছে মেয়েটার নাকি বিয়ে ভেঙ্গে যায় বিয়ের ঠিক আগে । হয়ত অফিস থেকে কেউ লাগিয়ে দিয়েছিল কথাটা ।
যাকগে শ্রীপর্ণা এসব নিয়ে বেশি মাথা ঘামায় না , যদিও অনেক পুরুষের কাছ থেকেই ও সাবধানে থাকে । কিন্তু অভিজিতের কথাই আলাদা , ওর কাছে এক অদ্ভুত ফিলিং হয় ওর । নিজেকে নিরাপদ বোধ করে । তাই মন খুলে ওর সঙ্গে কথা বলে ও । অভিজিতও মন দিয়ে শোনে ওর জীবনের কথা , ওর দুঃখের কথা , কখনও মনে হলে নিজের মতামত দেয় ।
প্রথম পর্ব
“ আজকের দুনিয়ায় ভালোবাসার কোনও দাম নেই!”
“ অভি আমি তোর সঙ্গে একমত নই । ভালোবাসা খুঁজলে ঠিক পাওয়া যাবে!”
“ পর্ণা তোর জীবনে এরকম ঘটে যাওয়ার পরও তুই এরকম বলছিস?”
“ হ্যাঁ , আমি আশাবাদী অভি । একদিন আমার মনের রাজকুমার হটাৎ আমার সামনে এসে দাঁড়াবে”
‘ পর্ণা তোর রাজকুমার তো তোর সামনেই বসে আছে’ , মনে মনে বলে অভিজিৎ , কিন্তু মুখে বলে “ তোর এরকম মনে হয় কেন রে?”
“ এমনিই মনে হয়”, হাঁসি হাঁসি মুখে তাকায় শ্রীপর্ণা অভিজিতের দিকে । পর্ণার এই মিষ্টি হাঁসিটা খুব ভাল লাগে ওর । মনে হয় এর থেকে ভাল কোনও বস্তু আর দুনিয়ায় নেই । কিন্তু ওকে মনের কথা এখনও বলে উঠতে পারেনি অভিজিৎ ।
অভিজিৎ আর শ্রীপর্ণা কাজ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে । কর্মসূত্রে দুজনেই পাশাপাশি ডেস্কে বসে । শ্রীপর্ণার সঙ্গে আলাপ ট্রেনিং চলাকালীন । শ্রীপর্ণা কে দেখতে মোটামুটি সুন্দরী , শরীরের গঠন স্লিমের উপর , সবকিছুই সামঞ্জস্যপূর্ণ । তবে অভিজিতের সেদিকে খেয়াল নেই , যবে থেকে শ্রীপর্ণা কে দেখেছে সেদিন থেকেই ওর মনে ঢেউ খেলতে শুরু করেছে , কামের ঢেউ নয় , প্রেমের ঢেউ । শ্রীপর্ণা কে দেখতে সুন্দরী হলেও ওর শরীরের অন্য কোনও অঙ্গের দিকে ওর চোখই যায় না , ওর মুখের দিকেই তাকিয়ে থাকে যেনও ওই কাজল কালো সুন্দর দুটি নয়নের মাঝে নিজের সত্তা কে অনুভব করে ও ।
অভিজিৎ কিন্তু একটু মোটার দিকে ধাত । খুব বেশি না হলেও কোমরের সাইজ চল্লিশের উপর । নিজেকে মেন্টেন করার সেরকম কোনদিনই চেষ্টা করেনি , করার অনুপ্রেরণাও ছিল না । কিন্তু শ্রীপর্ণা কে দেখে ওরও নিজের শরীরের প্রতি নজর গেছে । নিজেকে ঢেলে সাজাতে হবে , ওর সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে । অভিজিৎ একটা মধ্যবিত্ত সংসার থেকে এসেছে , বাবার ছোটখাটো একটা ব্যাবসা , ছেলের পিছনে খুব বেশি খরচা না করতে পারলেও , ছেলেকে মানুষ করেছেন । অভিজিতও জানে সেসব । বাবাকে কোনদিনও খুব প্রেশার দেয়নি কিছু দেওয়ার জন্য ।
অন্যদিকে শ্রীপর্ণা উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে । বাবার বড় বিজনেস , কিন্তু বাবা চান মেয়ে নিজের পায়ে দাঁড়াক । সেইজন্য এই চাকরি । ওদের মাঝে মাঝেই পার্টি এটা সেটা লেগেই আছে । সেসব পার্টি তে ড্রেস টাও একটু মডার্ন ড্রেস পড়তে হয় । তবে অফিসে আসে একবারে সাদামাটা ড্রেস পড়ে , যেনও এক সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে । অভিজিতের ওর এই সিম্পেল ড্রেস করা খুব পছন্দের । ওই কোম্পানি এমন অনেক মেয়েই আছে যাদের চলন বলন , কথা বার্তা সবই সাধারণ ছাপোষা ঘরের মেয়েদের ছাড়িয়ে যায় । সেইসব মেয়দের কে আভয়েড করে ও ।
শ্রীপর্ণা অন্য সকলের সাথেই মেশে , সকলের সাথেই কথা বলে । ও সুন্দরী বলে অনেকেই ওর সাথে কথা বলতে চায় । সেটা অনুভব করে ও । কিন্তু অভিজিতের সঙ্গে বেশি থাকে ও । দুজনেই দুজনের সাহচর্য পছন্দ করে । তবে অফিসের অনেক মাথাই এটা পছন্দ করে না । শ্রীপর্ণার উপর অনেকেরই নজর আছে । ওর অফিসে ঢোকা মাত্রই ওকে খেলিয়ে তোলার জন্য অনেক মাথাই প্ল্যান আটতে শুরু করেছে । তাদের মধ্যে একজন হল রাজীব শুক্লা আর অন্য জন হল সুমন অধিকারী । দুজনেই এডমিনিস্ট্রেটিভ পসিসনে বসে আছে । সুমন অধিকারী রাজীব শুক্লার থেকে একটু নিচে , কিন্তু দুজনেই লালসা ভরা চোখ নিয়ে দেখে শ্রীপর্ণাকে । শ্রীপর্ণার শরীরের সৌন্দর্যে সাঙ্ঘাতিক আকর্ষণ বোধ করে ওরা । ওরা নিজেদের খেলা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ।
শ্রীপর্ণা নতুন জয়েন করেছে , তবুও তো ও মেয়ে । ও শুনেছে এরকম সুন্দরী মেয়েদের সঙ্গে ফষ্টিনষ্টি করার খেলা । সেই মেয়েরা প্রমোসানের লোভে বসেদের কাছে সবকিছু বিলিয়ে দেয় । এমন নয় যে ওরা বিতাড়িত , প্রমোসান টাকা সব কিছুই হয় । আবার সুখও হয় । রাজীব , সুমনদের মতো লোকেরা যথেষ্ট পাকা খেলোয়াড় । তাই সবকিছুই পেলে ক্ষতি কি! বিবাহিত হলেও বা অবিবাহিতদের বয়ফ্রেন্ড থাকলেও অফিসে ওই মেয়েরা কি করে তাদের পার্টনাররা জানে না । রাধিকা পাল বলে এমন একটা মেয়ের কথা শুনেছে শ্রীপর্ণা । কতটা সত্যি জানে না । তবে শুনেছে মেয়েটার নাকি বিয়ে ভেঙ্গে যায় বিয়ের ঠিক আগে । হয়ত অফিস থেকে কেউ লাগিয়ে দিয়েছিল কথাটা ।
যাকগে শ্রীপর্ণা এসব নিয়ে বেশি মাথা ঘামায় না , যদিও অনেক পুরুষের কাছ থেকেই ও সাবধানে থাকে । কিন্তু অভিজিতের কথাই আলাদা , ওর কাছে এক অদ্ভুত ফিলিং হয় ওর । নিজেকে নিরাপদ বোধ করে । তাই মন খুলে ওর সঙ্গে কথা বলে ও । অভিজিতও মন দিয়ে শোনে ওর জীবনের কথা , ওর দুঃখের কথা , কখনও মনে হলে নিজের মতামত দেয় ।