14-10-2021, 07:00 PM
(14-10-2021, 04:08 PM)sudipto-ray Wrote: সেক্সকে তৈরী করা হয়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে পবিত্র দৈহিক সম্পর্ক স্থাপনের জন্য। এতে স্বামী ও স্ত্রী উভয়ই দৈহিক সুখ পায়। কিন্তু কিছু মানুষরা এটাকে অবৈধ পথে পরিচালিত করে। তাই বলে সেক্স বা কাম অপবিত্র নয়। যেমন ডিনামাইট তৈরী করা হয়েছে বড়সড় পাহাড় ধ্বংস করার জন্য, কিন্তু এটি যুদ্ধ ক্ষেত্রে ব্যাবহৃত হয়।
সেক্সকে কেউ তৈরি করেছে কিনা সেটা বিতর্কের বিষয়। তবে সেক্সের প্রয়োজন শুধুমাত্র বংশবিস্তারের জন্য। দৈহিক সম্পর্কের পবিত্র অপবিত্র বৈধ অবৈধ হয় না। এটি একটি প্রাকৃতিক ক্রিয়া। এই ভাল-খারাপ, সাদা-কালো, বৈধ-অবৈধ, পবিত্র-নোংরা প্রভৃতি বিষয়গুলি মানুষের ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে আরোপিত বিষয়।
মানুষের ক্ষেত্রে সেক্স বংশবিস্তার ছাড়াও নারী-পুরুষের পরস্পরের ভালবাসা ও সম্পর্কের ভিত্তি। এটিও বংশধারা ও বিবর্তনকে এগিয়ে নিয়ে যাবার জন্য একটি প্রাকৃতিক বিষয়। মানুষের শিশু জন্মের পর অন্তত দশ বছরের পরিচর্যা লাগে না হলে সে নিজে নিজে বাঁচতে পারবে না। তাই বাবা-মা যাতে পরিবার তৈরি করে তাই সেক্স দুজনকে সম্পর্কে বেঁধে রাখে। যেসব প্রাণীদের ক্ষেত্রে যাদের পরিবারের প্রয়োজন নেই তারা মিলনের পরই নিজেদের আলাদা পথে চলে যায়। কেউ কারোর দিকে ফিরেও তাকায় না। অন্যান্য অনেক প্রাণী যেমন পাখিরা অন্তত এক সিজনের জন্য একসাথে থাকে যতদিন না বাচ্চারা বড় হচ্ছে।