14-10-2021, 09:55 AM
(This post was last modified: 14-10-2021, 10:26 AM by Bichitro. Edited 2 times in total. Edited 2 times in total.)
(13-10-2021, 12:03 PM)kamonagolpo Wrote: যদি সিস্টেমের দিক থেকে বলেন সেক্স অসাধারন একটি প্রক্রিয়া যত জানবেন ও বুঝবেন মাথা ঘুরে যাবে। এখন এই প্রক্রিয়া একজনের পক্ষে করা সম্ভব নয় দুজন প্রয়োজন কিন্তু দুজনকে কিভাবে একসাথে আনা যাবে? তার জন্যই সেক্সুয়াল অ্যাট্রাকশনের প্রয়োজন। না হলে এই সিস্টেম টা ফেল হয়ে যাবে এবং পৃথিবীতে কোন জটিল জীবের অস্তিত্ব বিলুপ্ত হবে।
খুব সুন্দর উত্তর পেলাম। কিন্তু এই উত্তরের মধ্যে বলা হয়েছে সেক্সুয়াল অ্যাট্রাকশন আনা হয়েছে যাতে দুটো বিপরীত লিঙ্গের প্রানী একে অপরের প্রতি আকৃষ্ট হয় আর নতুন প্রজন্ম সৃষ্টি করতে পারে। তার মানে এই সেক্সুয়াল অ্যাট্রাকশন একটা ফাঁদ যাতে দুটো বিপরীত লিঙ্গের প্রানি আকৃষ্ট হয়। এই উত্তরের সাথেই নতুন দুটো প্রশ্ন চলে এলো দাদা ----
1) পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে হবে কেন?
2 ) আমাদের কে সৃষ্টি করা হয়েছে কেন? এর পিছনে কি কোন মহৎ উদ্দেশ্য আছে? নাকি ঈশ্বরের সময় কাটছিল না তাই কয়েকটা পুতুল বানিয়েছে মনোরঞ্জনের জন্য?
এবার আসি বাবান দার কথায় ------
বৈবাহিক জীবনে সেক্স তখনই অপবিত্র বা অশুদ্ধ যখন এটা তাদের ভালোবাসার উপর প্রভাব ফেলে। এবং ডিভোর্স হয়ে যায় শুধু মাত্র একজনের অক্ষমতার জন্য। সেক্স এখানে ভালোবাসাকে ছোট করছে। কিন্তু ভালোবাসা কি ছোট হওয়ার জিনিস!
ব্যাক্তিগত ভাবে আমি এই সেক্স, কাম, প্রেম, ভালোবাসা থেকে মুক্তি চাই। চাইনা এসব আমার। অনেক চেষ্টা করেছি এইসব থেকে বার হওয়ার। কিন্তু হতে পারি নি। কি করবো ! সুস্থ শরীরে মাল যে বিচিতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে
আপনি আর একটা জায়গায় জিজ্ঞাসা করেছেন --- হাওয়ার রঙ কেমন? বুক ধুকুপুকু করে কেন? --- এইসব প্রশ্ন আমাকে তেমন একটা ভাবায় না বা নাড়াতে পারে না। আমাকে ভাবায় এই সব অতিদৈবিক বা ঈশ্বরিক ব্যাপার গুল যেটার পুরোপুরি সঠিক বা নির্ভুল একটা উত্তর হবে না বা নেই কোথোও।
❤❤❤