13-10-2021, 08:55 PM
(13-10-2021, 08:19 PM)Baban Wrote:অনেক ধন্যবাদ জুপিটার দা ❤
আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম. আপনাদের ভালো লাগলেই আমার চেষ্টা সফল.... একজন লেখক হিসেবে আপনিও নিশ্চই এই খুশি অনুভব করতে পারেন. আপনি জিজ্ঞাসা করলেন এই নতুন নতুন প্লট এর ধারণা কিকরে পাই? এর উত্তর নিজেই জানিনা আমি........ অ্যাডাল্ট গল্পগুলোর ক্ষেত্রে একটা বেসিক আইডিয়া ভেবেনি আগে, কিন্তু এই ভূমি বা বন্ধু বা এই ধরণের গল্প গুলোর প্লট বা আইডিয়া অজান্তেই চলে আসে মাথায় আর লিখতে বসে পড়ি.আমাদের লেখকদের মাথাটা বোধহয় একটু অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে
আর শেষে বলবো আপনার মতো পাঠক পেয়ে ধন্য আমি. কারণ আপনাদের মতো পাঠক শুধু উপরে উপরে চোখ বুলিয়ে চলে যায়না... প্রতিটা লাইন অনুভব করে পড়েন.... তাই আবারো ধন্যবাদ ❤
প্লট বা আইডিয়া অজান্তেই চলে আসলে ধরে নিতে হবে তিনি চিন্তার অতল সাগরে ডুবে থাকেন। সেই সাগর থেকে অমূল্য ধারণা তুলে আনেন।
আর শেষে বলবো আপনার মতো পাঠক পেয়ে ধন্য আমি. কারণ আপনাদের মতো পাঠক শুধু উপরে উপরে চোখ বুলিয়ে চলে যায়না... প্রতিটা লাইন অনুভব করে পড়েন.... তাই আবারো ধন্যবাদ ❤
যখন গল্প পড়ি তখন পাঠকের মনোভাব নিয়ে পড়ি। কারন যতই পড়বো। ততই বুঝবো। আর যখন প্রতিটা লাইন উপভোগ্য হয়, তখন আর কিছু বলার থাকেনা। তবে আপনার এই গল্প গুলো কে হৃদয় কে ছুঁইয়ে যাবার মতো।