Thread Rating:
  • 51 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে
(13-10-2021, 08:04 PM)Jupiter10 Wrote: ভুমি গল্পটা পড়লাম। এক কথায় অনবদ্য। অনেকটাই ইমোশোনাল হয়ে গেলাম। সব কিছুই চোখের সামনে ভাসছিল। a-man ভাই একটা কথা বলেছেন। আপনি প্লট তৈরিতে সেরা। সেটা আমারও মনে হয়। প্লট তৈরিতে আপনার ধারে কাছে কেউ নেই। সব গুলোই অনন্য। যতগুলো পড়েছি। সবই ভিন্ন। প্রচুর চিন্তা লাগে এতে। আপনার গল্প পড়তে পড়তে ভাবছিলাম এই ধরনের গল্পের ধারণা কোথা থেকে পান আপনি? জানতে বড্ড ইচ্ছা করে। লেখকের মন কোন এটা উৎস বিন্দু থেকেও অনুপ্রানিত হয়ে বড় উপন্যাস লিখে দিতে পারে। কিন্তু সেই spark টার তো প্রয়োজন হয় তার।
সেটাই জানার ইচ্ছা জাগছে বড়।

গল্পে ভুমির মতো চরিত্র মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ভুমির চরিত্র খুব ভালো লাগলো।

গল্পের কিছু লাইন আমার খুব মনে ধরেছে। সেগুলো নীচে উল্লেখ করলাম।

আমি চলেই যাচ্ছিলাম... হটাৎ কি মনে করে আবার ওর কাছে এসে ওর হাত নিজের হাতে নিয়ে পকেট থেকে অনেক গুলো টফি দিয়ে বললাম - এগুলো তোমার... তুমি খাও...



এইযে বুদ্ধুরাম..........



পেছন থেকে এটা শুনেই আমার হাসিটা গাল পর্যন্ত ছড়িয়ে পড়লো. ঘুরে তাকালাম. ঐতো.... ঐতো সে এসেছে...... আমার বন্ধু ভূমি..... সেই একই রূপে.... সেই ছোট্টবেলার ভূমি. আমি বড়ো হয়ে গেছি কিন্তু আমার প্রিয় বন্ধুটা সেই আগের মতোই আছে....সেই ছোট্ট মেয়েটি, মুখে তার নিষ্পাপ হাসি.... একহাত বাড়িয়ে.


সেই হাতে রয়েছে আমারই আনা ও সকালে সিঁড়ির ওপরে রেখে আসা একটা .... টফি.

এই লাইন গুলো আমাকে emotional করে দিয়েছে। ছোট্ট গল্প হলেও একটা দুনিয়া তৈরি করতে পেরেছেন আপনি। ধন্যবাদ বাবান দা।

অনেক ধন্যবাদ জুপিটার দা ❤

আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম. আপনাদের ভালো লাগলেই আমার চেষ্টা সফল.... একজন লেখক হিসেবে আপনিও নিশ্চই এই খুশি অনুভব করতে পারেন. আপনি জিজ্ঞাসা করলেন এই নতুন নতুন প্লট এর ধারণা কিকরে পাই? এর উত্তর নিজেই জানিনা আমি........ অ্যাডাল্ট গল্পগুলোর ক্ষেত্রে একটা বেসিক আইডিয়া ভেবেনি আগে, কিন্তু এই ভূমি বা বন্ধু বা এই ধরণের গল্প গুলোর প্লট বা আইডিয়া অজান্তেই চলে আসে মাথায় আর লিখতে বসে পড়ি.
আমাদের লেখকদের মাথাটা বোধহয় একটু অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে  Big Grin

আর শেষে বলবো আপনার মতো পাঠক পেয়ে ধন্য আমি. কারণ আপনাদের মতো পাঠক শুধু উপরে উপরে চোখ বুলিয়ে চলে যায়না... প্রতিটা লাইন অনুভব করে পড়েন.... তাই আবারো ধন্যবাদ ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply


Messages In This Thread
RE: কিছু কথা ছিল মনে - by Baban - 13-10-2021, 08:19 PM



Users browsing this thread: 33 Guest(s)