13-10-2021, 08:04 PM
ভুমি গল্পটা পড়লাম। এক কথায় অনবদ্য। অনেকটাই ইমোশোনাল হয়ে গেলাম। সব কিছুই চোখের সামনে ভাসছিল। a-man ভাই একটা কথা বলেছেন। আপনি প্লট তৈরিতে সেরা। সেটা আমারও মনে হয়। প্লট তৈরিতে আপনার ধারে কাছে কেউ নেই। সব গুলোই অনন্য। যতগুলো পড়েছি। সবই ভিন্ন। প্রচুর চিন্তা লাগে এতে। আপনার গল্প পড়তে পড়তে ভাবছিলাম এই ধরনের গল্পের ধারণা কোথা থেকে পান আপনি? জানতে বড্ড ইচ্ছা করে। লেখকের মন কোন এটা উৎস বিন্দু থেকেও অনুপ্রানিত হয়ে বড় উপন্যাস লিখে দিতে পারে। কিন্তু সেই spark টার তো প্রয়োজন হয় তার।
সেটাই জানার ইচ্ছা জাগছে বড়।
গল্পে ভুমির মতো চরিত্র মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ভুমির চরিত্র খুব ভালো লাগলো।
গল্পের কিছু লাইন আমার খুব মনে ধরেছে। সেগুলো নীচে উল্লেখ করলাম।
আমি চলেই যাচ্ছিলাম... হটাৎ কি মনে করে আবার ওর কাছে এসে ওর হাত নিজের হাতে নিয়ে পকেট থেকে অনেক গুলো টফি দিয়ে বললাম - এগুলো তোমার... তুমি খাও...
এইযে বুদ্ধুরাম..........
পেছন থেকে এটা শুনেই আমার হাসিটা গাল পর্যন্ত ছড়িয়ে পড়লো. ঘুরে তাকালাম. ঐতো.... ঐতো সে এসেছে...... আমার বন্ধু ভূমি..... সেই একই রূপে.... সেই ছোট্টবেলার ভূমি. আমি বড়ো হয়ে গেছি কিন্তু আমার প্রিয় বন্ধুটা সেই আগের মতোই আছে....সেই ছোট্ট মেয়েটি, মুখে তার নিষ্পাপ হাসি.... একহাত বাড়িয়ে.
সেই হাতে রয়েছে আমারই আনা ও সকালে সিঁড়ির ওপরে রেখে আসা একটা .... টফি.
এই লাইন গুলো আমাকে emotional করে দিয়েছে। ছোট্ট গল্প হলেও একটা দুনিয়া তৈরি করতে পেরেছেন আপনি। ধন্যবাদ বাবান দা।
সেটাই জানার ইচ্ছা জাগছে বড়।
গল্পে ভুমির মতো চরিত্র মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ভুমির চরিত্র খুব ভালো লাগলো।
গল্পের কিছু লাইন আমার খুব মনে ধরেছে। সেগুলো নীচে উল্লেখ করলাম।
আমি চলেই যাচ্ছিলাম... হটাৎ কি মনে করে আবার ওর কাছে এসে ওর হাত নিজের হাতে নিয়ে পকেট থেকে অনেক গুলো টফি দিয়ে বললাম - এগুলো তোমার... তুমি খাও...
এইযে বুদ্ধুরাম..........
পেছন থেকে এটা শুনেই আমার হাসিটা গাল পর্যন্ত ছড়িয়ে পড়লো. ঘুরে তাকালাম. ঐতো.... ঐতো সে এসেছে...... আমার বন্ধু ভূমি..... সেই একই রূপে.... সেই ছোট্টবেলার ভূমি. আমি বড়ো হয়ে গেছি কিন্তু আমার প্রিয় বন্ধুটা সেই আগের মতোই আছে....সেই ছোট্ট মেয়েটি, মুখে তার নিষ্পাপ হাসি.... একহাত বাড়িয়ে.
সেই হাতে রয়েছে আমারই আনা ও সকালে সিঁড়ির ওপরে রেখে আসা একটা .... টফি.
এই লাইন গুলো আমাকে emotional করে দিয়েছে। ছোট্ট গল্প হলেও একটা দুনিয়া তৈরি করতে পেরেছেন আপনি। ধন্যবাদ বাবান দা।