13-10-2021, 11:29 AM
(13-10-2021, 09:03 AM)Bichitravirya Wrote: কামনাগল্প দা উত্তর দিয়ে দিয়েছেন। আর ওটাই শেষ কথা হিসাবে প্রতিষ্ঠিতো ও হয়ে গেছে। সব প্রশ্নের উত্তর পেয়েছি কেবল একটি ছাড়া ----
ওই যে চার্লস ডারউইন এর প্রশ্নটা --- why sex? ঈশ্বর সেক্স সৃষ্টি করেছে তাই এটা পবিত্র । মানলাম। কিন্তু কেন সৃষ্টি করা হয়েছে? শারীরিক ভাবে মিলিত হয়েই পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে হবে। কিন্তু কেন?
বাবান দা আর কামনাগল্প দা। দুজনের কাছেই এই প্রশ্নটা করলাম।
❤❤❤
সেক্স কেন বা কিজন্য তা নিয়ে কথা বলার আগে আমার প্রশ্ন তোমায় এই যে তুমি কামনাবাবুর উত্তর পড়লে কিন্তু আমার উপরের কমেন্টের শেষের প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে ভায়া তাই আবারো করি - যদি তোমার কাছেও সেক্স নোংরা হয়ে থাকে তবে ওই নোংরামিতে যোগ দিয়ে কেন ওসব গল্প পড়ো? বা ওই নোংরামি সারাজীবন এড়িয়ে থাকতে পারবে তো? নাকি একসময় সেই নোংরামিতে ডুবে চরম সুখে ভাসবে?
তাই আমি মনে করি যে সেক্স পুরুষকে ও সঙ্গিনীকে সুখ দিচ্ছে.. শারীরিক ও মানসিক তা কিভাবে অপবিত্র? হ্যা বলপূর্বক হলে অবশ্যই জঘন্য কিন্তু বৈধ ও দুপক্ষের সম্মতিতে তা তোমার কাছে কিকরে নোংরা হলো তা মাথায় ঢুকলো না.
আর ডারউইন বাবুর প্রশ্ন যদি তোমার প্রশ্ন হয় তাহলে আমিও হাজারটা প্রশ্ন করতে পারি.. তার মধ্যে কয়েকটা যদি বলি 1- সূর্য রোজ পুবেই কেন ওঠে?
2- হওয়ার রং কেমন? 3- রক্তের রং নীল কেন হলোনা? 4- প্রেমে পড়লে বুক ধুকুপুকু কেন করে? 5- মাধ্যকর্ষণ শক্তি কবিগুরু আবিষ্কার করলে কি লিখতেন? আরও কত প্রশ্ন
কিছু প্রশ্নের উত্তর খুঁজতে নেই. শুধু উপলব্ধি করতে হয়. আসল কথা হলো তোমার কাছে তার অর্থ কি? তার মূল্য কি? আর তোমার নিয়ন্ত্রণ কতটা?
যে কাম কে তুমি নোংরা বললে তা যেভাবেই সৃষ্টি হোক.... সেই কামই দুই পুরুষ নারীকে পূর্ণতা দেয়..... তোমার মতে ওই রিপুর নোংরামির জন্যই কিন্তু এক স্ত্রী মা ডাক শুনতে পায় আর এক স্বামী বাবা ডাক....... এরপরেও কি কাম নোংরা? অন্তত আমার কাছে একদমই নয় ❤