13-10-2021, 10:29 AM
আকবর ... জাঙ্গিয়া পড়তেন না
----------------------------------------------
কলেজটিচার দীননাথ বাবুর স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন, স্বামীর দু চোখ লাল, মাথার চুল এলোমেলো। পরীক্ষার খাতা খুলে একদৃষ্টে খাতার দিকে তাকিয়ে।
স্ত্রী : এ কী? রাত দশটা থেকে দেখছি এই খাতাটা নিয়েই বসে আছো ? কেন ?
শিক্ষকঃ হ্যাঁ, ওকে কত নাম্বার দেব বুঝতে পারছি না।
স্ত্রীঃ কেন? কী লিখেছে?
শিক্ষকঃ লিখেছে, "আকবর বিপদের দিনে জাঙিয়া পরিতেন না।"
স্ত্রীর চোখ কপালে উঠে গেল। এ আবার কী? তিনি স্বামীকে প্রশ্ন করলেন, জাঙিয়া পরিতেন না ? মানে ? তখন তো জাঙিয়ার কোম্পানিই ছিল না!
শিক্ষকঃ সেটাই তো ভাবছি। কেন লিখল !
স্ত্রী চলে গেলেন। ভোর রাত্রে একটা হল্লার আওয়াজে স্ত্রীর ঘুম ভেঙে গেল। উঠে দেখলেন, স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মত সারা ঘরে নেচে বেড়াচ্ছেন, সারা ঘরে খাতা কলম ছড়ানো। স্ত্রীকে দেখে স্বামীর উল্লাস দ্বিগুণ বেড়ে গেল। স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন , গিন্নী, নাম্বার দিয়েছি।
স্ত্রীঃ দিয়েছো ? কত ?
শিক্ষকঃ শূণ্য।
বিস্ফারিত চোখে স্ত্রী বললেন , সারারাত জেগে, শূণ্য দিলে ?
শিক্ষকঃ হ্যাঁ।
স্ত্রীঃ কিন্তু কেন?
শিক্ষকঃ মাল টুকলি করেছে।
স্ত্রী প্রায় পড়ে যায়, টুকলি? তার মানে আরো অনেকে লিখেছে?
শিক্ষকঃ না।
স্ত্রীঃ তবে?
শিক্ষকঃ দেখতে ভুল করেছে । যার দেখে টুকেছে সে লিখেছিল, "আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়িতেন না"।
----------------------------------------------
কলেজটিচার দীননাথ বাবুর স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন, স্বামীর দু চোখ লাল, মাথার চুল এলোমেলো। পরীক্ষার খাতা খুলে একদৃষ্টে খাতার দিকে তাকিয়ে।
স্ত্রী : এ কী? রাত দশটা থেকে দেখছি এই খাতাটা নিয়েই বসে আছো ? কেন ?
শিক্ষকঃ হ্যাঁ, ওকে কত নাম্বার দেব বুঝতে পারছি না।
স্ত্রীঃ কেন? কী লিখেছে?
শিক্ষকঃ লিখেছে, "আকবর বিপদের দিনে জাঙিয়া পরিতেন না।"
স্ত্রীর চোখ কপালে উঠে গেল। এ আবার কী? তিনি স্বামীকে প্রশ্ন করলেন, জাঙিয়া পরিতেন না ? মানে ? তখন তো জাঙিয়ার কোম্পানিই ছিল না!
শিক্ষকঃ সেটাই তো ভাবছি। কেন লিখল !
স্ত্রী চলে গেলেন। ভোর রাত্রে একটা হল্লার আওয়াজে স্ত্রীর ঘুম ভেঙে গেল। উঠে দেখলেন, স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মত সারা ঘরে নেচে বেড়াচ্ছেন, সারা ঘরে খাতা কলম ছড়ানো। স্ত্রীকে দেখে স্বামীর উল্লাস দ্বিগুণ বেড়ে গেল। স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন , গিন্নী, নাম্বার দিয়েছি।
স্ত্রীঃ দিয়েছো ? কত ?
শিক্ষকঃ শূণ্য।
বিস্ফারিত চোখে স্ত্রী বললেন , সারারাত জেগে, শূণ্য দিলে ?
শিক্ষকঃ হ্যাঁ।
স্ত্রীঃ কিন্তু কেন?
শিক্ষকঃ মাল টুকলি করেছে।
স্ত্রী প্রায় পড়ে যায়, টুকলি? তার মানে আরো অনেকে লিখেছে?
শিক্ষকঃ না।
স্ত্রীঃ তবে?
শিক্ষকঃ দেখতে ভুল করেছে । যার দেখে টুকেছে সে লিখেছিল, "আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়িতেন না"।