13-10-2021, 12:07 AM
(This post was last modified: 13-10-2021, 12:11 AM by kamonagolpo. Edited 1 time in total. Edited 1 time in total.)
রিলিজিয়াস দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় কামও ভগবানের তৈরি। তাই ইহা পবিত্র। আসলে অপবিত্র বলে কিছুই হয় না। অদ্বৈত বেদান্ত মতে ফাইনাল রিয়ালিটি তে সবকিছুই ভগবানের রূপ। এমনকি শয়তানও ভগবানের আরেকটা রূপ। সাধনার প্রথম স্তরে কামদমন ইত্যাদি করার প্রয়োজন পরে । কারন মানসিক ফোকাস আনতে এটা সহায়তা করে আর কিছু নয়। সিদ্ধিলাভ যাঁরা করেছেন তাঁদের কোনো সংযমের প্রয়োজন নেই। কারন তাঁরা সত্যটা জানেন। ভগবানের প্রতিও সেক্সুয়াল অ্যাট্রাকশন হতে পারে। প্রমোদকুমার চট্টোপাধ্যায় রচিত তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গ বইতে আছে এক তান্ত্রিক সন্ন্যাসী তাঁর যোগিনীর সাথে স্ত্রীভাবে থাকতেন আবার তাকেই মা বলে ডাকতেন। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় মা কালীকে আপনার কেমন লাগে। তিনি বলেন মা কালীকে আমার বৌ বলে মনে হয়।
পৃথিবীর অনেক প্রাচীন প্যাগান ধর্মেই সেক্স হল ভগবানকে লাভ করার একটা পথ। সেক্স সেরকম গোপনীয় কিছু ছিল না। সেক্সের প্রতি মানুষের ঘৃণা এই বিষয়টিই এসেছে মধ্যপ্রাচ্যের তিনটি ধর্ম জনপ্রিয় হবার পর।
পৃথিবীর অনেক প্রাচীন প্যাগান ধর্মেই সেক্স হল ভগবানকে লাভ করার একটা পথ। সেক্স সেরকম গোপনীয় কিছু ছিল না। সেক্সের প্রতি মানুষের ঘৃণা এই বিষয়টিই এসেছে মধ্যপ্রাচ্যের তিনটি ধর্ম জনপ্রিয় হবার পর।