12-10-2021, 09:59 PM
(12-10-2021, 07:24 PM)Bichitravirya Wrote: আপনার যুবরাজের বীজদান না পড়লেও এই থ্রেডের সবকটা লেখা পড়েছি এবং পড়ছি.....
যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে বা হুশ সামলাচ্ছি সেদিন থেকে আমার একটা ধারনা হয়েছে বা আছে.... সেটা হলো কাম বা সেক্স বা যাই হোক শরিরি খেলা - এইসবই হলো একটা রিপু আর অশুদ্ধি বা ভোগ । আর রিপু কখনো ভালো তো হয় না। আর অশুদ্ধি মানে তো নোংরা....
কিন্তু আপনার এই লেখা পড়ে আমার এতদিনের ধারনাটায় আঘাত পড়ছে বা লাগছে...
জানি না বোঝাতে পারলাম কি না.... হয়তো আরও সহজ ভাষা বা যুক্তি দিয়ে মনের ভাব বোঝাতে পারতাম... কিন্তু মনের ভাব বোঝানোর দিক থেকে আমি বরাবরই কাঁচা
❤❤❤
সেক্সের মধ্যে যখন ক্রিয়েটিভিটি থাকে তখন তাও সুন্দর হয়ে ওঠে। প্রাচীন ভারতে সেক্সের অবদমন ছিল না তাই মন্দিরের গায়েও কামসূত্র ভাস্কর্য থাকত। পর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে শুধু সেক্সের অবদমন থেকে। ষাট সত্তরের দশকে ইউরোপের স্ক্যানডিনেভিয়ান দেশগুলিতে পর্ন আইনসিদ্ধ করে দেওয়া হয়। এর ফলে ওদের ভালই হয়েছিল। পর্ন যদি আইনসিদ্ধ হয় তখন আর একে পর্ন বলা যাবে না। অ্যাডাল্ট এনটারটেনমেন্ট বলা যেতে পারে। আমি যে ধরনের গ্ল্যামকোর পর্ন দেখতে ভালবাসি তার রুটও ওই ইউরোপে। ইউরোপের স্টুডিও গুলোই এইরকম কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারে। আমার কাছে এগুলি এক ধরনের কোরিওগ্রাফড পারফোরমিং আর্ট। পর্ন কথাটা যেহেতু বহুল প্রচলিত তাই আমি ব্যবহার করছি। না হলে করতাম না।