12-10-2021, 09:05 PM
(12-10-2021, 08:56 PM)Bichitravirya Wrote: ছোটবেলা থেকে আমি অন্যভাবে চিন্তা ভাবনা করতে শিখেছি। সেই চিন্তা ভাবনা করার সময় যখন কোন প্রশ্ন মনের মধ্যে আসে তখন বন্ধুদের জিজ্ঞাসা করতাম.... উত্তর তো পাইনি মোটেই উল্টে হাসির পাত্র হয়েছি অনেক বার....
আজও অনেক বন্ধু হয়েছে, বান্ধবী ও হয়েছে কয়েকটা। শুধু একমাত্র সত্য বাদে আর কেউ নেই যে আমার এইধরনের প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু ওই শালাকেও সবসময় জিজ্ঞাসা করা যায় না
বিচিত্রবীর্য তো নামটা লেখালেখি করার আগে রেখেছিলাম... তখন কি আর ছাই জানতাম যে পিনুরাম নামক লোকটা আমার এতো বড়ো সর্বনাশ করবে
❤❤❤
সংক্ষেপে বিচি নামটা ভালোবেসে আমার দেওয়া , পিনুরামের ওই ব্যাপারে কোনো কিছু নেই ... সে ব্যাটা মস্ত লোক , বিশাল সেলিব্রিটি
তবে তোমার মন্তব্যটা পাঠিয়ে দিলাম ওকে , দেখি কি বলে ... আদৌ কোনো জবাব দেয় কিনা