12-10-2021, 06:54 PM
(This post was last modified: 12-10-2021, 06:56 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-10-2021, 05:08 PM)dimpuch Wrote:
পড়েছি। ভালো লেগেছে। সব সময় যে কমেন্ট করি তা নয়, কিন্তু incest ছাড়া সব পড়ি। ওইটি পড়িনা তার কারন যে কটা জীবনে পড়েছি সব 'প্রেম হিন'। আর প্রেমহিন জীবন সাদা। কবিতা আমার খুব প্রিয়। একটি কবিতা, বহুলপ্রচলিত , শেষ দুটি লাইন আমার মাথা ঘুরিয়ে দিয়েছিলো। বোধ হয় শুভ দাশগুপ্তর লেখা একটি বেশ্যা মেয়েকে নিয়ে। সারা রাত ময়দান ঘুরে খদ্দের পায়নি। বাড়িতে অভাব হা করে আছে। ক্লান্ত শরীর আর মন নিয়ে ক্ষুদিরামের স্ট্যাচুর তলায় বসে। স্ট্যাচুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে " আচ্ছা তোমার কি খুব কষ্ট হয়েছিলো? কতটা লেগেছিল? আমার এই প্রতিদিন চাল আলু পটল কিনতে যা কষ্ট হয়, তোমার কি তার থেকেও বেশি লেগেছিল?" --- হয়ত কথাগুলো ঠিক লিখতে পারলাম না স্মৃতি থেকে, তবে মুল ভাব ঠিক আছে।
সেইজন্য কবিতা আমার প্রিয়। কিন্তু নিজে লিখতে পারিনা
হ্যা ছন্দ মিলিয়ে লেখা লিখতে কি কষ্ট সেটা নিজ অভিজ্ঞতায় আজ বুঝি
আপনার ওই উল্লেখিত শুভ দাসগুপ্তের লিখিত কবিতার মূল বিষয় আপনার মাধ্যমে জেনেই অসাধারণ লাগলো. বেশ্যা... কথাটা বলতে একবারও আমরা ভাবিনা আসল নোংরা মানুষ কারা.. যে নিজের পরিবার চালাতে ওই কাজ করছে? নাকি আমাদের মতো জ্ঞানের কথা বলা আর একান্তে নোংরা চিন্তা উপভোগী মানুষ .....?