12-10-2021, 05:08 PM
(11-10-2021, 11:06 PM)Baban Wrote: আপনাকে আমার থ্রেডে পেয়েছি সত্যিই ভালো লাগছে. আমার ওই ছড়াটা যখন পড়লেন তাহলে নতুন ছড়া - সাহস টাও পড়ে ফেলুন. কেমন লাগলো জানাবেন. আর এটা লাইন আসলে আমার ছোট গল্পের থ্রেড. সেগুলোও পারলে পড়ে দেখতে পারেন ❤
পড়েছি। ভালো লেগেছে। সব সময় যে কমেন্ট করি তা নয়, কিন্তু incest ছাড়া সব পড়ি। ওইটি পড়িনা তার কারন যে কটা জীবনে পড়েছি সব 'প্রেম হিন'। আর প্রেমহিন জীবন সাদা। কবিতা আমার খুব প্রিয়। একটি কবিতা, বহুলপ্রচলিত , শেষ দুটি লাইন আমার মাথা ঘুরিয়ে দিয়েছিলো। বোধ হয় শুভ দাশগুপ্তর লেখা একটি বেশ্যা মেয়েকে নিয়ে। সারা রাত ময়দান ঘুরে খদ্দের পায়নি। বাড়িতে অভাব হা করে আছে। ক্লান্ত শরীর আর মন নিয়ে ক্ষুদিরামের স্ট্যাচুর তলায় বসে। স্ট্যাচুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে " আচ্ছা তোমার কি খুব কষ্ট হয়েছিলো? কতটা লেগেছিল? আমার এই প্রতিদিন চাল আলু পটল কিনতে যা কষ্ট হয়, তোমার কি তার থেকেও বেশি লেগেছিল?" --- হয়ত কথাগুলো ঠিক লিখতে পারলাম না স্মৃতি থেকে, তবে মুল ভাব ঠিক আছে।
সেইজন্য কবিতা আমার প্রিয়। কিন্তু নিজে লিখতে পারিনা