Thread Rating:
  • 23 Vote(s) - 3.17 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Thriller বহ্নিশিখা by BOURSES_BRAQUE
#54
সবার স্থান করা হয়ে গেল তাদেরকে আবার নিয়ে যাওয়া হল আর একটা ঘরে। এটা সাপ্লাই রুম। একজন কয়েদি সবার শরীরের মাপ নিয়ে নিয়ে প্রত্যেককে ধুসর রঙের ইউনিফর্ম ধরিয়ে দিচ্ছে। ট্রেসিকেও অন্যান্য কয়েদিদের সাথে দেওয়া হল দুটো ইউনিফর্ম, দুই জোড়া প্যান্টি, দুটো ব্রেসিয়ার, দুই জোড়া জুতো, দুটো নাইটগাউন, একটা স্যানিটারি বেল্ট, একটা চুলের চিরুণি আর একটা লন্ড্রি ব্যাগ। গার্ডগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের ইউনিফর্ম পরা দেখতে লাগল। সকলের ইউনিফর্ম পরা শেষ হলে আবার প্রত্যেককে লাইন করে নিয়ে যাওয়া হল আর একটা ঘরে। সেখানে ট্রেসি দেখে ঘরের মধ্যে একটা ক্যামেরা ট্রাইপডের ওপর লাগানো রয়েছে।

দেওয়ালের সামনে গিয়ে দাঁড়া সবাই।হুকুম এল পেছন থেকে।


ট্রেসি গিয়ে দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালো।

সামনে তাকা

ক্লিক

মাথাটা ডানদিকে ফেরা

ক্লিক

বাঁদিকে

ক্লিক

নে, এবার ওই টেবিলের সামনে চলে যা

পাশে একটা টেবিল রাখা রয়েছে। ট্রেসি গিয়ে দাঁড়াতে একজন গার্ড ট্রেসির প্রথমে ডানহাত, তারপর বাঁহাতটাকে ধরে তার সবকটা আঙুল টেবিলের ওপর রাখা ইঙ্কপ্যাডের থেকে কালি মাখিয়ে একটা সাদা কার্ডের ওপর ছাপ তুলে নিল। তারপর একটা ছেঁড়া ন্যাকড়া এগিয়ে দিয়ে বলল, ‘হাতটা এটাতে মুছে ফেল। নে, তোর হয়ে গেছে...’

ঠিক বলেছে মেয়েটি। আমার হয়ে গেছে... আমি শেষ... এখন আমি একটা নম্বর মাত্র, নামহীন, চেহারা বিহীন নম্বর।


একজন গার্ড ট্রেসির দিকে উদ্দেশ্য করে বলে উঠল, ‘হুইটনি? ওয়ার্ডেন তোর সাথে দেখা করতে চেয়েছে, আমার সাথে আয়।ট্রেসির বুকের মধ্যেটা হটাৎ করে যেন ধক করে উঠল।চার্লস... নিশ্চয়ই চার্লস কিছু একটা করেছে! জানতাম। আমি জানতাম আমাকে এই ভাবে ছেড়ে দিতে পারে না। সেও যেমন কোনদিন চার্লসকে ছাড়া ভাবতে পারেনি, চার্লসও সেই একই রকম ভাবে ট্রেসি ছাড়া নিজেকে ভাবতে পারে না। আসলে কি হয়েছিল বুঝতে পেরেছি। হটাৎ শুনেছিল তো কথাটা তাই শকে ওই রকম করে ফেলেছিল। তারপর একটু সময় পেতে, মনটা শান্ত হতে নিশ্চয় বুঝতে পেরেছে যে সে ভুল বুঝেছে আমাকে। কারণ আমাকে ভালোবাসে যে। ভিষন ভালোবাসে। তাই নিশ্চয়ই ওয়ার্ডেনের সাথে কথা বলেছে। বলেছে যে একটা মারাত্মক ভুল হয়ে গেছে। আর তাই তাকে মুক্তি দিতে বলেছে।


[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: বহ্নিশিখা by BOURSES_BRAQUE - by ddey333 - 12-10-2021, 12:28 PM



Users browsing this thread: 7 Guest(s)