Thread Rating:
  • 24 Vote(s) - 3.17 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica ST Sex (এস টি সেক্স) - কামদেব ২০১৬ রচিত
#69
একত্রিংশ পর্ব

দারোগা শব্দটার দুই-তৃতীয়াংশ রোগা হলেও, সাধারনত শান্তিরক্ষকরা মোটাই হয়ে থাকেন। তাদের ভুঁড়িটা তাদের বাকি শরীরের থেকে ফুটখানেক এগিয়ে থাকে। মধ্যপ্রদেশের এত উন্নতির জন্য, প্রায়শঃই তাদের কর্মদক্ষতার অবনতি ঘটে। কিন্তু এই শাষকের জমানায় তাতে কিছুই আসে যায় না; কারণ কর্মদক্ষতা নয়, শাষক দলের প্রতি নিশঃর্ত আনুগত্যই এই জমানায়, সরকারী চাকুরেদের পারফর্ম্যান্সের মূল মাপকাঠি। সরকারী কর্মচারীর পদোন্নতি থেকে বদলি সবই নির্ভর করে শাষক দলের সঙ্গে সে কতোটা সুসম্পর্ক বজায় রাখতে পেরেছে, তার উপর। যে সামান্য কয়েকজন কর্মচারী সরকারী দলের অঙ্গুলিহেলনে না চলে, স্বাধীনভাবে নিজের দায়িত্বপালন করতে চান, তাদের না জোটে পদোন্নতি, না জোটে বাড়ীর কাছে মালাইদার পোস্টিং। মাধবপুর থানার ওসি ওহিদুল ইসলাম এই দ্বিতীয় গোত্রের লোক।

তার বাড়ী মুর্শিদাবাদে; বাড়ীর কাছে সীমান্ত লাগোয়া একটি থানায় পোস্টিং থাকাকালীন পার্টির স্থানীয় এক শীর্ষনেতার শালাকে, সীমান্ত পার করে গরুপাচারের অপরাধে তিনি গ্রেপ্তার করেন। লোকটিকে নিয়ে থানায় পৌঁছানো মাত্র তার কাছে ফোন চলে আসে; তার জেলার এস পি এবং পার্টির জেলা সম্পাদকের কাছ থেকে; নেতার শালার নাম যেন এফআইআরে নথিভূক্ত না করা হয় এবং তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। ওহিদুল ফোন নামিয়ে রেখে নেতার শালার নাম এফআইআরে লেখেন এবং গুপ্তকুঠুরিতে নিয়ে থার্ড ডিগ্রী দিয়ে তার কাছ থেকে লিখিত অপরাধের স্বীকারোক্তি আদায় করেন। ঘন্টাখানেকের মধ্যেই থানার সামনে বিক্ষোভ শুরু করে শাষকদলের মদতপুষ্ট কিছু স্মাগলার। বিক্ষোভ ক্রমশঃ চরমে ওঠে, ওহিদুলের কাটামুন্ডু দাবী করা হয় এবং থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একটু পরেই জেলা থেকে অতিরিক্ত ফোর্স এসে তাকে রক্ষা করে এবং তাকে এসপি দপ্তরে নিয়ে যাওয়া হয়। চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে বদলী করে দেওয়া হয় সুন্দরবনের এক প্রত্যন্ত প্রান্তে।

সুন্দরবনে প্রথম কিছুদিন ভালই চলছিলো। এখানে বড়োসড়ো কোনো অপরাধ নেই। চুরিচামারি, ছোটখাটো ডাকাতি, জমি নিয়ে শরিকি বিবাদ, এইসব খুচরো ব্যাপারে জড়িয়ে পার্টি হাত গন্ধ করতো না। ওহিদুল সাহেবও স্বাধীনভাবে ডিউটি করছিলেন। গন্ডগোল বাঁধলো, যখন তিনি শাষকদলের স্থানীয় এক পঞ্চায়েত উপ-প্রধানের ছেলেকে, একটি গরীবঘরের মেয়েকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ;., করার অপরাধে গ্রেপ্তার করলেন। ডিপার্টমেন্টের উর্ধতন অফিসার এবং পার্টির সর্বোচ্চ জেলা নেতৃত্বের বারংবার নির্দেশ, হুমকি, অনুরোধে সত্ত্বেও যখন ওহিদুল কর্ণপাত করলেন না, জেলার এসপি সাহেব আর কোনো রিস্ক নিলেন না। পার্টির নির্দেশেই তাকে কমপালসারি ওয়েটিঙে পাঠানো হলো।
[+] 3 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ST Sex (এস টি সেক্স) - কামদেব ২০১৬ রচিত - by ddey333 - 12-10-2021, 11:37 AM



Users browsing this thread: 1 Guest(s)