Thread Rating:
  • 51 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে
(12-10-2021, 09:28 AM)ddey333 Wrote: ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে

তার ওপর ঢলঢলে ফতুয়া পরে সবাই কে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে
বাবা বলে
 
এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে
মা বলে
 
বন্ধুর জন্মদিনে পাওয়া চকোলেট টাকে লুকিয়ে সালোয়ার কামিজের ওড়নায় 
ভায়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে
 
কাঠি আইস্ক্রিম টা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছুটে মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে
 ভাই বলে
 
ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে 
ঠাকুমা বলে
 
ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটির আড়চোখে দেখা টাকে ভালোলাগা বলে
 
টরন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে সবাই মিলে একজোট হয়ে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান হাবু কে নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে
 
 শিল্পীর হাতে মাসের মেহনতে বানানো দুর্গাঠাকুর টিকে নাড়ি ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জন্য  জামাকাপড় কেনাটাকে  
 মানবিকতা বলে
 
সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের প্রণাম করে আশির্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে
 
বিশ্বের সবথেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে কদিন বিবাহিত মহিলারা যে বাড়িটাতে স্বর্গ মনে করে সেই বাড়িটাকে
বাপের বাড়ি বলে
 
আর এই চিত্রকল্প গুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা তাকে এককথায় দুর্গাপুজো বলে ।।।
 
 ~সংগৃহীত~

Namaskar

আর এই লেখাকে অসাধারণ লেখা বলে ❤ শুভ মহাসপ্তমী ❤
Like Reply


Messages In This Thread
RE: কিছু কথা ছিল মনে - by Baban - 12-10-2021, 10:22 AM



Users browsing this thread: 24 Guest(s)