11-10-2021, 01:23 AM
গল্প ভাল খারাপ যাই হোক এগুলি বর্তমান সমাজের একটা চিত্র। এগুলির ঐতিহাসিক মূল্য আছে। এই ফোরামে বা অন্য ফোরামে যে গল্প গুলি প্রকাশিত হয়েছে সেগুলি আজ থেকে পঞ্চাশ বছর বাদেও টিকে থাকা দরকার। এই ফোরাম সাইটগুলি দুমদাম বন্ধ হয়ে যায়। তাই আমার অনুরোধ সবাই মিলে গল্প গুলিকে archive.org সাইটে তুলে দিন। তাহলে এগুলি হারিয়ে যাবার ভয় থাকবে না।