10-10-2021, 11:45 AM
সাহস
লেখা ও ছবি - বাবান
•••••••••••••••••••••••••••••
কে.. কে রে ওটা গাছের ডালে?
ঠ্যাং দুটোকে ঐযে নারে?
আর ঐটা কে রে গাছের তলায়?
ঝুলে ডালে ঠ্যাং যে দোলায়!
ওরে বাবা দেখছি একি !
ওটা আকাশে ভাসছেটা কি?
একটু আগেই ছিল পোড়ো বাড়ি
সেথায় নাকি ঘোরে একটি নারী
সাদা শাড়ি লাল পার
সামনে পেলেই মটকায় ঘাড়!
সামনে আবার পচা পুকুর
ওথায় থাকেনা একটাও কুকুর
যেতে হবে ওদিক দিয়ে
কেন যে এলাম আজকে ফিরে
বলেছিলো বৌ থেকে যাও আজ
বৃষ্টি পড়ে আবার সাথে যে বাজ
উফফ কেন যে ফিরলুম করে খাটনি
এবার সামনে যে প্রেত পেছনে পেত্নী
ধুর ধুর! যা হবে গো দেখা যাবে
এগোই দেখি.... কি আর হবে?
হয়তো যাবো ওদের পেটে
খাবে আমায় ভাতে মেখে
রাম রাম রাম বাঁচাও ঠাকুর
নামটি নিয়ে দিলাম যে দৌড়
কই? কেইতো এলোনা ধরতে আমায়
টান দিলোনা আমার জামায়
পিছন ফিরে আবার দেখি
ঝুলছে কি ওগুলো? ব্যাপারটা কি?
হায় রে পাগল ভীতুর ধারী
এযে বাদুড় ঝোলে সারি সারি
ঝুলতে দেখে বাদুড় ডালে
আমি ভাবি ফাঁসলুম ভুতের জালে
আজ বুঝলুম কি এই ভয়
চাপলে সেটি কত ভুল হয়
তার চেয়ে চলি সাহস করে
কাটবে সব ভুল ধীরে ধীরে
ঐযে দূরে দাঁড়িয়ে মানুষ
নিশ্চই অন্যকিছু, কিংবা ফানুস
হেসে আমি যাই এগিয়ে
সেই ব্যাটাও চলে লাফিয়ে
ব্যাটা কি তবে চোর নাকি?
হাসছে দেখো গলা করে নাঁকি
তবেরে ব্যাটা! দেখাস আমাকে ভয়!
এইবারে দেখ তোর যে কি হয়
হাঁটা ছেড়ে দিলাম যে দৌড়
দেবো ঘুসি আছে হাতে যত জোর
এইটা ভেবে যেই ধরেছি ঘাড়
কি ঠান্ডা গো জমে যায় হাড়!
ওমা এযে একটা সাহেব
আর অমনি ব্যাটা হটাৎ গায়েব
প্রচন্ড ভয় আমি ধপাস
লম্বা হয়ে এপাশ ওপাশ
বড়ো শিক্ষা আজকে যে পাই
বেশি সাহসও ভালো নয় ভাই
(সমাপ্ত)