10-10-2021, 12:28 AM
(09-10-2021, 04:24 PM)Bumba_1 Wrote:
অজয় নদীর বাঁকে
- বুম্বা -
কি যেন এক থাকেঅজয় নদীর বাঁকে,সবাই জানে জ্যোৎস্না রাতেগলা ছেড়ে সে ডাকে।
চাঁদের সাথে দোস্তি যারজলে চলে মস্তি তার,দিনের বেলায় হাজার খোঁজকেউ পাবে না তাকে।
কেউ বা বলে 'মগর মাছ'কেউ বা বলে 'হিপো'কেউ বা বলে 'শাকচুন্নি'... 'শয়তানেরই ডিপো'।
সন্ধ্যে হলেইগা ছমছম ..শব্দ করেদম দমা দম।
অন্ধকারে দু'চোখ জ্বলেজোনাক পোকার ঝাঁকে,সত্যি বলছি, আজও কিন্তুকেউ দেখেনি তাকে।
(সমাপ্ত)
এখানে না দিয়ে 'সন্দেশ' বা অন্য কোন ছতদের পত্রিকায় পাঠিয়ে দেখতে পারতেন। আর নদীর নাম না দিলে কি হয়। ভালো হয়েছে, শুভেচ্ছা