09-10-2021, 04:24 PM
(This post was last modified: 22-12-2021, 06:31 PM by Bumba_1. Edited 4 times in total. Edited 4 times in total.)
অজয় নদীর বাঁকে
- বুম্বা -
কি যেন এক থাকে
অজয় নদীর বাঁকে,
সবাই জানে জ্যোৎস্না রাতে
গলা ছেড়ে সে ডাকে।
চাঁদের সাথে দোস্তি যার
জলে চলে মস্তি তার,
দিনের বেলায় হাজার খোঁজ
কেউ পাবে না তাকে।
কেউ বা বলে 'মগর মাছ'
কেউ বা বলে 'হিপো'
কেউ বা বলে 'শাকচুন্নি'
... 'শয়তানেরই ডিপো'।
সন্ধ্যে হলেই
গা ছমছম ..
শব্দ করে
দম দমা দম।
অন্ধকারে দু'চোখ জ্বলে
জোনাক পোকার ঝাঁকে,
সত্যি বলছি, আজও কিন্তু
কেউ দেখেনি তাকে।
|| সমাপ্ত ||