09-10-2021, 10:10 AM
‘এই... কালা নাকি? তোমাকে বলছি, শুনতে পারছ না?’ কর্কশ গলায় কেউ খিঁচিয়ে উঠল যেন মনে হল তার। ঝট করে সম্বিত ফিরল। মনে পড়ে গেল ও এখন প্রিজিন ভ্যানে... বাসটা একটা প্রাঙ্গনে এসে দাঁড়িয়েছে। কখন দাঁড়িয়েছে, সে জানে না। খেয়াল করেনি। ধীর পায়ে বাস থেকে নেমে দাঁড়ালো অন্যান্যদের সাথে। সাউদার্ন লুইসিয়ানা মহিলা সংশোধনাগারের কারা প্রাঙ্গন... বিশাল উঁচু পাচিল দিয়ে ঘেরা। প্রায় পাঁচশ বিঘার ওপর এই কারাগার তৈরী হয়েছে যার অধিকাংশই গভীর বন ভূমির পাশে... জাগতিক সভ্যতা থেকে বহু মাইল দূরে... এক প্রত্যন্ত ফাঁকা প্রান্তরের মধ্যে।
‘চলো... সামনে এগিয়ে চলো... আমরা পৌছে গেছি...’ আবার সেই কর্কশ কন্ঠস্বর।
হ্যা, পৌছে গেছিই বটে... নরকে...
‘চলো... সামনে এগিয়ে চলো... আমরা পৌছে গেছি...’ আবার সেই কর্কশ কন্ঠস্বর।
হ্যা, পৌছে গেছিই বটে... নরকে...