09-10-2021, 10:07 AM
জেল চত্তরের বাইরে এসে ট্রেসি দেখল জানলায় জাল লাগানো একটা হলুদ রঙের বাস দাড়িয়ে রয়েছে তাকে নিয়ে যাবার জন্য। শুধু সে নয়, বাসের মধ্যে আরো জনা ছয়েক মেয়ে দুজন সশস্ত্র প্রহরী পাহারায় বসে। তাদের একজনের মুখটা বেজার, তো অপর জনের মুখটা সংশয়ে সাদা হয়ে রয়েছে। আবার কারুর আবার সম্পূর্ণ বেপরওয়া ভাব। যেন কোন কিছুই হয় নি। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আজ এদের প্রত্যেকের জীবনেরই একটা শেষ দিন বলা চলে। সবাই আজ সমাজচ্যুত প্রানী যেন, নিয়ে চলেছে কোন এক অজানা দেশে পশুর মত খাঁচায় পুরে রাখতে। ট্রেসি ভাবল এই যে বাসের মধ্যে বসা মেয়েগুলো, কি অপরাধ করেছে এরা? নাকি অনেকেই এদের মধ্যে আছে, যারা তারমত সম্পূর্ন নিরপরাধী কিন্তু পরিস্থিতির শিকার! হয়তো এরাও তার মুখ দেখে এরকমই কিছু ভাবছে... হতেই পারে।
বাসের মধ্যেটা নোংরা, দুর্গন্ধে ভরা। বাসের যাত্রাটাও যেন অন্তহীন... চলেছে তো চলেছে। ট্রেসি সমস্ত বাস যাত্রাটাই একেবারে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখল। কি ভাবে যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে, বাসের দুর্গন্ধ, কিছুই তার মস্তিস্ক অবধি পৌছাচ্ছে না যেন আর। সে হারিয়ে গেছে যেন এক অন্য সময়ে, অন্য জগতে।
******
বাসের মধ্যেটা নোংরা, দুর্গন্ধে ভরা। বাসের যাত্রাটাও যেন অন্তহীন... চলেছে তো চলেছে। ট্রেসি সমস্ত বাস যাত্রাটাই একেবারে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখল। কি ভাবে যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে, বাসের দুর্গন্ধ, কিছুই তার মস্তিস্ক অবধি পৌছাচ্ছে না যেন আর। সে হারিয়ে গেছে যেন এক অন্য সময়ে, অন্য জগতে।
******